দীপার নায়ক বদল! রূপার জেদের কাছে হেরে গিয়ে অর্জুনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল দীপা!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এক সময়ে সাপ্তাহিক টিআরপি (trp) তালিকায় রাজ করেছে এই ধারাবাহিক। তবে সম্প্রতি জ্যাস স্যানালের সঙ্গে টেক্কা দিতে গিয়ে নাজেহাল হতে হয়েছে এই ধারাবাহিককে। টিআরপি তালিকায় জুতসই জায়গা না ধরে রাখতে পারলেও, দর্শক মহলে বেশ চর্চিত এই ধারাবাহিক।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে চলছে টান টান উত্তেজনা। বিরল রোগে আক্রান্ত রূপা। তার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে নাজেহাল হচ্ছে গোটা সেনগুপ্ত পরিবার। এরমধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়ে সে। তবলার ফিরে আসার পরই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ডাক্তার বলেন যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফেলতে হবে।

এমনিতে সুস্থ আছে রূপা। চিকিৎসায় সাড়া দিচ্ছে। ডক্টর স্মিথ বর্তমানে দিল্লির একটি মেডিক্যাল কনফারেন্সে রয়েছে। সেখান থেকে সরাসরি কলকাতায় আসবেন রূপার অপারেশন করতে। সব ঠিকঠাক চলছিল। তবে হঠাৎ বেঁকে বসে রূপা। সূর্য যে রূপাদের নিয়ে আর ভাবে না একথা আগে শুনেছে সে। বাবার উপর ভীষন অভিমান হওয়াতে তার নাম অবধি হাসপাতালের ফর্মে লিখতে দেয়নি রূপা।

এবার দাদুভাইয়ের সঙ্গে পরামর্শ করে রূপা প্ল্যান করেছে অর্জুন আর দীপা দেওয়ার। হাসপাতালের বেডে বসেই সেই মোক্ষম পরিকল্পনা দাদুভাই প্রবীরকে শোনায় দীপা। দাদুভাইও সহমত। দীপাকে নিজের মেয়ের মতো ভালোবাসে প্রবীর। আর অর্জুন দীপাকে ভালোবাসে তার প্রমাণ সে প্রতি পদে দিয়েছে। তাই অর্জুনের সঙ্গে দীপার সম্পর্ক হলে খুব খারাপ থাকবে না দীপা।

আরো পড়ুন: ইচ্ছে শক্তিতে বলীয়ান হয়ে চরম দারিদ্র্যকে জয় করে মাত্র ২১ বছরে আইএএস অফিসার অটোচালকের সুপুত্র!

এদিকে, চিকিৎসার সব তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ক্রাউড ফান্ডিং করে রূপার চিকিৎসার জন্য সাড়ে ছয় লক্ষ টাকা উঠে এসেছে। হাসপাতালের সবাই মানবিকতার পরিচয় দেয়। সবাই মিলে সমাজমধ্যেমে পোস্ট করতে শুরু করে। যাতে বাকি টাকাও নির্বিঘ্নে উঠে আসে। এদিকে অপারেশন করাবে না বলে বেঁকে বসে রূপা। শর্ত দেয় আগে অর্জুন দীপা কথা দেবে তারা বিয়ে করবে, তারপর ওটিতে ঢুকবে সে। এই বলে রাস্তায় বেরিয়ে যায় রূপা। অবশেষে রূপার জেদের কাছে হার মানে অর্জুন-দীপা। রূপাকে কথা দেয় সে যা চাইছে তাই হবে।

You cannot copy content of this page