দক্ষিণী ‘পুষ্পা’কে হারিয়ে হইহই করে চলছে দেবের টনিক, এর মাঝেই নতুন ছবি কিশমিশের দিন ঘোষণা করলেন সুপারস্টার সাংসদ,এটাও হবে তো হিট?
আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা বক্সঅফিসে রমরম করে চলছে ঠিকই তবে সেই সঙ্গে বাংলার একটি ছবিও কিন্তু 25 দিন হয়ে গেল হাউসফুল চলছে বক্স অফিসে। সেটি হল দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এর জুটি বেঁধে ছবি টনিক। আর এর মধ্যেই এবার দেবের পরবর্তী সিনেমা কিশমিশের মুক্তির দিন ঘোষণা হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
2021 সালটা তারকা সাংসদ দেবের জন্য বেশ ভালই গেছে।পুজোর সময় রিলিজ হওয়া গোলন্দাজ বক্সঅফিসে ভীষণ ভালো ফল করেছে। তারপর বড়দিনের সময় মুক্তি পাওয়ার টনিক দক্ষিণ ভারতীয় সুপার ডুপার হিট ছবি পুষ্পা কে সমানে টক্কর দিয়ে যাচ্ছে বক্স অফিসে। আজ শনিবার এও জানা যাচ্ছে নন্দনে হাউসফুল যাচ্ছে টনিক। আর এর মাঝেই দেব নিজের নতুন ছবি কিশমিশের মুক্তির দিন ঘোষণা করায় উৎসাহিত করে ফুটছে দেব ভক্তরা।তারা পুরনো দীপক অধিকারী কে যেন ফিরে পাচ্ছে যে একটা সময় একটার পর একটা হিট ছবি উপহার দিয়ে গেছে দর্শককে।
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের তৈরি কিশমিশ এর শুটিং অনেকদিন ধরেই হচ্ছিলো, গতবছর তা শেষ হয়েছে।হিসাব অনুযায়ী গত বছর পুজোতেই মুক্তি পাওয়ার কথা ছিল কিশমিশ কিন্তু করোনার কারণে তা পাল্টে যায়। সম্প্রতি জানা যাচ্ছে যে চলতি বছরের 29শে এপ্রিল মুক্তি পাবে দেব রুক্মিণী অভিনীত কিশমিশ।
ছবি পোস্টার বহু আগেই দর্শকের সামনে চলে এসেছিলো যেখানে দেখা গিয়েছিল দেবের চার ধরনের লুক এবং রুক্মিণীর দুই ধরনের লুক। চমকপ্রদ বিষয় হলো এই সিনেমার অধিকাংশ জায়গা জুড়ে থাকবে টু ডি অ্যানিমেশন। এটি একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি বলে জানা যাচ্ছে। তিনটি প্রজন্মের প্রেমের গল্প তুলে ধরবে কিশমিশ। তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে কবে সামনের সিনেমা হলে আসবে দেব রুক্মিণী অভিনীত কিশমিশ।