টলিউডে শোকের ছায়া ! অত্যন্ত সংকটজনক অবস্থায় ‘বাঘা যতীন’ র পরিচালক অরুণ রায়

টলিউডের (Tollywood) অন্যতম প্রতিভাবান পরিচালক অরুণ রায় (Arun Roy) গুরুতর অসুস্থ। বিগত তিন দিন ধরে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। উল্লেখ্য , চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মেডিসিন ওয়ার্ডের উচ্চ নির্ভরতা ইউনিটে (HDU) চলছে তাঁর চিকিৎসা। তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন টলিউড অভিনেতা এবং জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ, যিনি অরুণ রায়ের পরিচালনায় তৈরি ‘হীরালাল’ ছবিতে অভিনয় করেছিলেন।

২০২৩ সালের দুর্গাপুজোয় মুক্তিপ্রাপ্ত দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবির পরিচালনার সময় থেকেই শোনা যাচ্ছিল অরুণ রায়ের শারীরিক অবস্থার অবনতির কথা। জানা যায়, তিনি খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত। যদিও অসুস্থতার মধ্যেও পরিচালনায় কোনও আপস করতে রাজি হননি তিনি। ছবির শ্যুটিং চলাকালীন কেমোথেরাপি নেওয়া সত্ত্বেও তিনি শুটিং চালিয়ে গেছেন। তাঁর কাজপাগল মনোভাব এবং দৃঢ়তার জন্য ইন্ডাস্ট্রিতে প্রশংসিত হয়েছেন তিনি।

অরুণ রায়ের এই মনোভাব তাঁর সহকর্মীদেরও অনুপ্রাণিত করেছে। জীবনের প্রতিকূল সময়েও তিনি ছিলেন ভীষণ পজিটিভ। ক্যানসার নিয়ে কোনও ধরনের আলোচনায় তিনি আপত্তি জানাতেন। তাঁর মতে, এই রোগ যে কারোরই হতে পারে এবং এটি নিয়ে বিশেষ আলোচনার কিছু নেই। তাঁর লড়াই এবং ইতিবাচক মানসিকতা সম্পর্কে ইন্ডাস্ট্রির বহু সহকর্মী প্রকাশ্যে তারিফ করেছেন।

তবে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কিঞ্জল নন্দ জানিয়েছেন, চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি এখনও আশঙ্কাজনক। মেডিসিন বিশেষজ্ঞদের একটি দল নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন পরিবার, বন্ধুবান্ধব এবং টলিউড ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

আরও পড়ুনঃ বড়দিনের বড় চমক! বিবাহিত গৌরবের জীবন তছনছ করতে এন্ট্রি প্রাক্তন প্রেমিকার

অরুণ রায়ের অসুস্থতা কেবলমাত্র তাঁর পরিবার নয়, টলিউড ইন্ডাস্ট্রির মধ্যেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তাঁর মতো প্রতিভাবান একজন পরিচালকের সংকটজনক অবস্থার খবর সকলকে শোকাহত করেছে। তবে সবাই আশাবাদী, তিনি এই লড়াই জিতে আবার সুস্থ জীবনে ফিরবেন