জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Imon Chakraborty)। জাতীয় পুরস্কার জিতে বাংলাকে সম্মান এনে দিয়েছিলেন ইমন চক্রবর্তী। দিনকয়েক আগেই নয়া পালক যোগ হয়েছে তাঁর মুকুটে। এবার নতুন পালক যোগ হল ইমন চক্রবর্তীর মুকুটে। আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছেছিলেন ‘তুমি যাকে ভালোবাসো’ খ্যাত শিল্পী।
সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্য়ালটে রয়েছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি। বলা বাহুল্য গায়িকার জন্য খুশি ভক্তমহল।
আনন্দ আবহের মাঝেই ফের শিরোনামে গায়িকা। TCS আয়োজিত একটি গানের আসরে গাইছিলেন ইমন। রাজারহাটের এক ক্যাম্পাসে বসেছিল এই আসর। তখনই শ্রোতার আসন থেকে একজন গায়িকাকে বলেন, হিন্দি গান গাওয়ার জন্য। কারণ বাংলা গান শুনতে তারা ইচ্ছুক নন। একথা শুনে বেজায় চটে যান গায়িকা।
মঞ্চ থেকে মাইক হাতে সরাসরি বলেন, ‘জোরের সঙ্গে বলা যে বাংলা গান শুনবো না, এটা অন্য জায়গায় হলে চুলের মুটি ধরে ক্যাম্পাস থেকে বের করে দিত। বাংলায় থাকছ! বাংলায় রোজগার করছ! আর বাংলা গান শুনবে না বলছো?’ ইমনের এই বক্তব্য রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।
আরও পড়ুন: বৃন্দা চরিত্রের মুখ বদল! পর্দা কাঁপাতে ফিরছেন দুর্ধর্ষ খলনায়িকা! কে আসছেন চরিত্রে?
ইমনের বক্তব্যে প্রশংসার ঝড় নেটপাড়ায়। অনেকেই বলেছেন প্রতিবাদ তো এমনই হওয়া উচিত। মাতৃভাষার অবমাননার প্রতিবাদ দরকার। তিনি আরও বলেন, এই রাজ্যের নাম বাংলা। সব শোনো। মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে? তোমার এত বড় সাহস বলছ তুমি বাংলা গান শুনবে না?’
View this post on Instagram