যেমন প্রেমিক,তেমন হবু শ্বশুর! বার কাউন্টারের উপর স্বল্প পোশাক পরা ঐন্দ্রিলার সঙ্গে জমিয়ে নাচ করলেন অঙ্কুশের বাবা, অবাক অঙ্কুশ

বৃহস্পতিবার ছিল টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের জন্মদিন। দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলার এই বিশেষ দিনে সকাল-সকাল তাঁকে চুমুতে ভরিয়ে দিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সেই ছবি আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেইদিনই আবার রাত্রেবেলা ছিল হুল্লোড়, পার্টি। পার্টিতে শুধু নায়ক নায়িকা নন অভিনেতার বাড়ির লোকও ছিল হাজির। সেখানেই সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে।

অঙ্কুশের হবু স্ত্রীর জন্মদিনের পার্টি আর তারকার হাট বসবে না এমনটা হয় না। পার্টিতে টলিউড থেকে টেলিভিশনের পর্দার নায়ক-নায়িকারা কেউই বাদ ছিলেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, শুভশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, দেব, নীল ভট্টাচার্য, সকলেই ছিলেন। এমনকি রীতিমতো নাচ করেছেন দেব-সোহম।

 

করতে দেখা গিয়েছে ঐন্দ্রিলার প্রেমিক অর্থাৎ অভিনেতা অঙ্কুশ হাজরাকেও। সেখানেই গানের তালে পা মিলিয়েছেন ঐন্দ্রিলা। সঙ্গে আবার নাচ করেছেন নায়িকার হবু স্বশুরমশাই। অসাধারণ যুগলবন্দী দেখে অবাক সকলে।

Bengali actress

গোলাপি শর্ট ড্রেসে দেখা যায় ঐন্দ্রিলাকে। বার কাউন্টারের উপরে উঠে গানের তালে নাচ করেছেন ঐন্দ্রিলা। সকালে একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। তাতে হ্যাপি বার্থডে টু ঐন্দ্রিলা না বলে গরিলা বলে ফেলেন তিনি। পরে আবার ঐন্দ্রিলা বলেন।

Bengali actress

You cannot copy content of this page