যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির সফরকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার আবহে এবার সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অভিযোগ করেছেন, আর্জেন্টিনা ফুটবল দলের এক ফ্যান ক্লাবের কর্তা তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। এই ঘটনায় তিনি কলকাতা পুলিশের লালবাজারে ইমেল করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সৌরভের দাবি, এসব মন্তব্যের জেরে তাঁর মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে এবং দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
লালবাজারে পাঠানো অভিযোগপত্রে সৌরভ স্পষ্টভাবে উল্লেখ করেছেন, জনৈক উত্তম সাহা নামে এক ব্যক্তি প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করছেন। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতি। সৌরভের বক্তব্য, কোনও রকম সত্যতা বা প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। এই ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে ও প্রকাশ্যে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও গুরুতর আকার নিচ্ছে বলেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
চিঠিতে সৌরভ আরও জানিয়েছেন, একজন ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রশাসক হিসেবে প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি দেশ ও বিদেশে নিজের পেশাগত জীবনে সুনাম অর্জন করেছেন। সেই সম্মান ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলার চেষ্টা চলছে বলে তাঁর অভিযোগ। সৌরভের মতে, জনসমক্ষে এ ধরনের অবাস্তব ও কুরুচিকর মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তাঁর দীর্ঘদিনের কাজ ও অবদানের প্রতিও অসম্মানজনক।
উল্লেখ্য, গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল মহাতারকা লিয়োনেল মেসির উপস্থিতিকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রায় কুড়ি মিনিট মাঠে থাকার সময় মেসিকে ঘিরে বিশাল ভিড় জমে যায়। অভিযোগ ওঠে, এই ভিড়ের কারণে গ্যালারিতে থাকা বহু দর্শক ঠিকভাবে মেসিকে দেখতে পাননি। মেসি স্টেডিয়াম ছাড়ার পরই ক্ষোভে ফেটে পড়ে জনতার একাংশ এবং শুরু হয় ভাঙচুর ও বিশৃঙ্খলা।
আরও পড়ুনঃ ‘ধর্মের অবমাননা হচ্ছে, ভক্তিগীতিতে এমন পোশাক কি মানায়!’ ‘সবকিছুতে বাড়াবাড়ি, শ্রীচৈতন্যও চৈতন্য হারিয়ে ফেলতেন!’ শুভশ্রীর ছবির গানে রিল বানিয়ে বিতর্কে সুস্মিতা রায়! অভিনেত্রীর কৃষ্ণসাধিকা সাজ ঘিরে তীব্র কটাক্ষ নেটপাড়ায়!
এই ঘটনার পর মূল আয়োজক শতদ্রু দত্তের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও জড়িয়ে কিছু মন্তব্য করা হয় বলে অভিযোগ। সেই মন্তব্যগুলিকেই সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সৌরভ। তিনি জানিয়েছেন, ঠিক কী ধরনের মন্তব্য তাঁর সম্পর্কে করা হয়েছে, তার বিস্তারিত বিবরণও তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন। এখন এই অভিযোগের ভিত্তিতে সাইবার সেল বিষয়টি খতিয়ে দেখবে বলেই জানা যাচ্ছে।






