শুভশ্রীর পর এবার রুক্মিণীর সঙ্গেও কি প্রেম ভাঙছে দেবের? নায়ককে আনফলো করলেন নায়িকা! কেন এই দূরত্ব?

দেব-রুক্মিণীর (Dev-Rukmini) প্রেম নিয়ে টলিউডে চর্চা দীর্ঘদিনের। প্রেমের সম্পর্কে দীর্ঘদিন আবদ্ধ থাকলেও এখন‌ও সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে উঠতে পারেননি এই দুই তারকা যুগল। দেব এবং রুক্মিণীর রোম্যান্টিক সম্পর্ক নিয়ে চর্চাও কিন্তু কম নয়। আসলে প্রেম করলেও কখনই নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেননি। আর সেই কারণেই তাদের সম্পর্ক বিয়ে সবকিছু নিয়ে ভক্তদের কৌতুহল যেন একটু বেশিই।

শুরুতে মডেলিং করলেও দেবের হাত ধরেই সিনেমায় যাত্রা শুরু হয় রুক্মিণীর। না প্রকাশ্যে কখনই কেউ একে অপরকে ভালোবাসি বলেননি। যদিও আকারে ইঙ্গিতে বিভিন্ন সময় নিজেদের সম্পর্কের কথা বুঝিয়ে দিয়েছেন এই তারকা জুটি। যদিও তাদের সম্পর্কের ভবিষ্যৎ যে বিয়ে এমনটা একেবারেই বিশ্বাস করেন না দেব। একবার একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, বিয়েকে সম্মান করলেও বিয়েটাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য নয়।তিনি বিশ্বাস করেন যেকোনও বিয়েই সম্পর্কের ভিত্তি তৈরি করে এবং সেই ক্ষেত্রে রুক্মিণীর ওপর তার প্রচন্ড ভরসা।

বাংলার সুপারস্টার আর‌ও বলেছিলেন, অভিনেতার কথায় যখন আমরা নিজেরা অনুভব করব যে আমাদের বিয়ের উপযুক্ত সময় এসেছে তখন অবশ্যই বিয়ে করব। কিন্তু এখন আমরা কাজ নিয়েই ব্যস্ত। বলা ভালো কোন‌ও সম্পর্ককে বিশ্বাস করতে একটু সময় নেন দেব। আসলে সম্পর্ক ভাঙার বড্ড ভয় তার। আর সেই কারণেই বিয়ের স্থায়িত্বে বিশ্বাস করেন না তিনি।

যদিও এবার রুক্মিণীর সঙ্গে তার প্রেম ভাঙার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে নায়ককে নাকি আনফলো করেছেন তিনি! ঘটনা কী? রুক্মিণী সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষকে ফলো করলেও সেই তালিকা থেকে নাম উধাও দেবের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে বলে ভেবে নিয়েছেন তাদের ভক্তরা। ‌ এই মুহূর্তে খাদানের প্রোমোশনে ব্যস্ত দেব। কিন্তু কেন হঠাৎ দেবকে আনফলো করলেন রুক্মিণী তা জানা যায়নি!

আরও পড়ুন: অস্কারের দৌড়ে এগিয়ে বাঙালি! ইমনের পর অস্কারের লড়াইয়ে বিক্রম ঘোষ

উল্লেখ্য, রুক্মিণীর আগে কিন্তু টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। টানা ৪টে বছর সম্পর্কে ছিলেন তারা। জানা যায় সম্পর্ককে স্থায়িত্ব দিতে না পারার আশঙ্কায় ভুগতেন দেব। অচিরেই ভাঙে শুভশ্রীর সঙ্গে সম্পর্ক। দেবের সঙ্গে সম্পর্ক ভাঙায় কার্যত ভেঙে পড়েছিলেন শুভশ্রী। মানসিক অবসাদ পর্যন্ত গ্রাস করেছিল নায়িকাকে। এরপর পরিচালক রাজকে বিয়ে করেন শুভশ্রী। তবে কি এবার রুক্মিণীর সঙ্গেও সম্পর্ক ভাঙল দেবের?

You cannot copy content of this page