ইনস্টাগ্রামে (Imstagram) প্রকাশিত একটি ভিডিয়ো ঘিরে শুরু হলো শোরগোল। টুকটুকে লাল শাড়ি, কপালে কলকা, সোনালি গয়নার ছটা—সব মিলিয়ে একেবারে বিয়ের সাজে সেজে উঠেছেন জনপ্রিয় এক অভিনেত্রী(actress)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়ের আসরে বসে আছেন তিনি, আর এক ব্যক্তি তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। মুহূর্তের মধ্যেই এই ভিডিয়ো ভাইরাল। অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি সত্যিই নতুন জীবনে পা রাখলেন এই অভিনেত্রী?
অনেকেই ভিডিয়ো দেখে স্তম্ভিত। দীর্ঘদিনের প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে তাঁরা আনন্দিত। তবে কৌতূহলও কম নয়। কেননা, আগে কখনো এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তাই ভিডিয়োটি দেখে দর্শকদের মনে কেবল একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—সত্যিই কি তিনি বিয়ে করলেন?
ভিডিয়োতে দেখা গিয়েছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের দ্যুতি, অর্থাৎ শ্রীমা ভট্টাচার্যকে। টুকটুকে লাল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, মাথায় শোলার মুকুট আর কপালে সিঁদুর—বিয়ের সব উপকরণই যেন সম্পূর্ণ। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিয়োতে স্পষ্ট বোঝা যাচ্ছে, একটি বিয়ের আসরেই বসে আছেন তিনি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—এটি কি সত্যিই তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনা?
প্রকৃতপক্ষে এই সিঁদুরদান কোনও বাস্তব ঘটনার প্রতিফলন নয়। এটি ছিল ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য একটি ব্রাইডাল ফটোশ্যুট। শ্রীমা ভট্টাচার্য এই শ্যুটের জন্যই বিয়ের সাজে সেজেছিলেন। ভিডিয়োটিকে বাস্তব মনে করেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে এটি নিছকই একটি ফটোশ্যুটের অংশ।
View this post on Instagram
এই ভিডিয়ো দেখে অনেক অনুরাগীই সত্যি মনে করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কেউ লিখেছেন, “দারুণ লাগছে আপনাকে।” আবার কেউ লিখেছেন, “বিয়ের সাজে অপূর্ব লাগছে।” আরেকজনের মন্তব্য, “এমন শ্যুটে যদি এমন সুন্দর দেখায়, তবে আসল বিয়েতে তো আরও সুন্দর লাগবে!” ভিডিয়োটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।