লাভজিহাদ দেখিয়েছেন নিজের গাওয়া ঈদের গানে! সারেগামাপা খ্যাত রাহুল দত্তকে গ্রেফতারের দাবি নেটিজেনদের

জি বাংলার বাংলা সারেগামাপা এখন গোটা বাংলার অন্যতম জনপ্রিয় মিউজিক রিয়ালিটি অনুষ্ঠান হয়ে উঠেছে। অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিযোগীই গোটা দেশের সঙ্গীত জগতের নাম বৃদ্ধি করছে। এই সারেগামাপা থেকে উঠে আসা বাংলার একজন বিখ্যাত গায়ক হয়ে উঠেছেন রাহুল দত্ত।

ভক্তদের ‘রাধা’, ‘মীরা’, ‘চলে আয় আমার শহর’, ‘এস বন্ধু’, ‘মাঝে মাঝে তবো’, ‘তবু ফিরে এস’-র মতো একাধিক গান উপহার দিয়ে ফেলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত সংখ্যাও রাতারাতি বেড়ে গিয়েছে। গতকাল ছিল ঈদ। তার একদিন আগেই মুক্তি পেয়েছে রাহুলের প্রথম হিন্দি গান ‘মওলা’।একজন মুসলিম ছেলে আর হিন্দু মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে এই গান তৈরি করা হয়েছে।

ইউনিক বিষয়কে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়লেন এই গায়ক। রাহুলের বিরুদ্ধে ‘লাভজিহাদ’ প্রোমোট করার অভিযোগ উঠছে। শুধু তাই নয় নিজে একজন হিন্দু হয়েও রাহুলের বিরুদ্ধে নিজের ধর্মকে অপমান করার জন্য সরব হয়েছে নেট দুনিয়া।

Bengali singer

একজন সরাসরি রাহুলকে আনসাসক্রাইব করার হুমকি দিয়ে দিয়েছে। মিউজিকের কোনও ধর্ম হয় না, পাল্টা দাবি রাহুলের।