দীপাবলির বিশেষ পর্বে কাছাকাছি কথা-অগ্নি! ভালোবাসার বাজি ধরল কথা! অগ্নির মন গলাতে পারবে কী সে?

স্টার জলসার (Star Jalsha) জমজমাট ধারাবাহিক কথা (Kothha)। বর্তমানে টেলিভিশন পর্দায় যে ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে স্টার জলসার ‘কথা’ রীতিমতো বাজিমাত করে চলেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) ও অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) দর্শক মন দখল করে নিয়েছেন। এদিকে, এই ধারাবাহিকে আসছে দারুন জমজমাট পর্ব।

কথাকে ভালোবাসবে না অগ্নি! ধরলো বাজি

স্টার জলসার এই মেগা সিরিয়াল প্রথম থেকেই টিআরপি তালিকায় কামাল দেখিয়ে আসছে। এই ধারাবাহিকটি যেভাবে টেলিভিশন পর্দায় জনপ্রিয় হচ্ছে, তাতে বারবার স্লট দখল করা কথার কাছে তুড়ি মারা ব্যাপার! অন্যান্য মেগা সিরিয়ালগুলিকে অনায়াসেই হারিয়ে দিয়ে ছুটছে জলসার ‘কথা’।

ইতিমধ্যে দেখা গিয়েছে, কথায় প্রত্যেকটি পর্বে নিত্যনতুন চমক আসছে। অগ্নির মাকে ফিরিয়ে আনা, অগ্নির পরিবারকে দুই হাতে আগলে রাখা কথা কবে যেন মনে মনে ভালোবেসে ফেলেছে পাঁচক মশাইকে। কিন্তু গোবর দেবীকে ভালোবেসে স্বীকার করেনি অগ্নি! যদিও দর্শকদের মন বলছে, অগ্নির মন গলেছে কথার প্রতি।

এরই মধ্যে জলসার তরফে নতুন একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, খুব শীঘ্রই কথাতে আসছে দীপাবলি স্পেশাল পর্ব। ‌প্রোমোতে দেখা যায়, লম্বা বারান্দার একপাশে দাঁড়িয়ে রয়েছে অগ্নি আর অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে জুনির নায়ক। ‌বলা হচ্ছে, দীপাবলীর দিন প্রদীপের আলোয় স্বামীর মুখ দেখে তাঁর মঙ্গল কামনা করতে হয়। সেইমতো প্রদীপ নিয়ে এগিয়ে যায় কথা এবং জুনি।‌

আরও পড়ুন: ‘দুই শালিকে’ টানটান উ’ত্তেজনা! পি.আর.কে-র গাড়ির সামনে পড়ল‌ আঁখি, বুদ্ধি করে কেল্লাফতে করল ‌ঝিলিক

কথা অগ্নিকে জিজ্ঞাসা করে, অগ্নি যে কথাকে ভালোবাসে, তা যেন অগ্নি স্বীকার করে। অমনি সঙ্গে সঙ্গে কথাকে নিজের দিকে টেনে নেয় অগ্নি। আর তাই দেখে লজ্জায় সরে যায় জুনি। অগ্নি তখন বলে সে অভিনয় করছিল। কথা পাল্টা বলে, “অভিনয় করতে করতে যদি ভালোবেসে ফেলেন?” অগ্নি তখন বলে “কক্ষনো না!” আর তখনই কথা বাজি ধরে। অগ্নি তাঁকে ভালবাসবে এটা কথার চ্যালেঞ্জ। পাল্টা বাজি ধরে অগ্নি। সে কখনো কথাকে ভালবাসবে না। এখন দেখা যাক, আগামী পর্বে কি হয়।