সুন্দরী মায়ের সুন্দরী মেয়ে! সমুদ্রপাড়ে প্রথম বিকিনি লুকে রাজ-শুভশ্রীর কন্যা ইয়ালিনি! ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা

বছর শেষ মানেই পরিবারের সবাই মিলে ছুটি কাটানোর সময়। ঠিক সেই আমেজ বজায় রেখেছেন রাজ চক্রবর্তীর পরিবারও। বছরের ব্যস্ততা কাটিয়ে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী (Raj chakroborty) এবারও পরিবারকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছেন ব্যাংককের সমুদ্রপাড়ে। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), ছেলে ইউভান, মেয়ে ইয়ালিনি, ভাগ্নী এবং পারিবারিক বন্ধু ফলক রশিদকে নিয়ে কাটাচ্ছেন দারুণ সময়।

শুভশ্রী গাঙ্গুলী জীবনের প্রত্যেকটি মুহূর্তই প্রায় সামাজিক মাধ্যমের সাহায্যে তার অনুগামীদের সঙ্গে শেয়ার করে নেন। ঘুরতে যাওয়ার এই মুহূর্তগুলো ব্যতিক্রম রইল না, আর ঘুরতে গিয়ে পরিবার একসঙ্গে থাকা মানেই পরিবার আনন্দের মেজাজ। সেই আনন্দের মেজাজ এবং ছুটির এই বিশেষ মুহূর্তগুলি শুভশ্রী গাঙ্গুলীর সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে। সমুদ্রের ধারে তাঁদের ছুটি কাটানোর ছবি ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।

তবে এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ছোট্ট ইয়ালিনি। কখনও মা শুভশ্রীর কোলে মিষ্টি ভঙ্গি, কখনও সমুদ্রপাড়ে ছোট্ট বিকিনি লুকে সাহসী ইয়ালিনি। শুভশ্রী তাঁর প্রোফাইলে মেয়ে ইয়ালিনির ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল। নেটিজেনরা বলছেন, “তারকা সন্তান জন্ম থেকেই স্টাইল আইকন।”

রাজের ভাগ্নী সৃষ্টি পাণ্ডে এবং বন্ধু ফলক রশিদের সঙ্গে তাঁদের পারিবারিক মুহূর্তগুলিও নেটিজেনদের মন জয় করেছে। শুভশ্রী ও রাজের রোম্যান্টিক ছবি যেমন তাঁদের সম্পর্কের উষ্ণতা প্রকাশ করছে, তেমনই ইউভান ও ইয়ালিনির খুনসুটি মুহূর্ত সকলকে মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ দ্রুত গতিতে এসে অভিনেত্রীর গাড়ি পি’ষে দিল শ্রমিকদের, প্রা’ণ গেল শ্রমিকের ! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও এক

রাজ নিজেই বলেছেন, “পরিবারের সঙ্গে এই সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নতুন বছরে কাজের ব্যস্ততা শুরুর আগে এই কয়েকটা দিন আমাদের জন্য রিচার্জিং।” নতুন বছরে রাজের একাধিক সিনেমা ও সিরিজের কাজ শুরু হবে। তবে এই সফর যে তাঁদের পরিবারের স্মৃতির ভাঁড়ার ভরিয়ে দেবে, তা বলাই যায়।