নির্মাণস্থলে দ্রুতগতির গাড়ি ঢুকে প্রাণ গেল এক শ্রমিকের এমন মর্মান্তিক ঘটনা যেন বারবারই শিরোনামে (Headline) উঠে আসে। শুক্রবার রাতে শুটিং সেরে বাড়ি ফেরার পথে আবারও ঘটল তেমনই এক দুর্ঘটনা।
মুম্বইয়ের (Mumbai) কান্দিভালিতে (Kandivali) একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণস্থলে ধাক্কা মারায় প্রাণ হারালেন এক শ্রমিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। শুক্রবার রাতে শুটিং সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি মেট্রোর নির্মাণস্থলে কাজ করা শ্রমিকদের ওপর উঠে যায়। পয়সার (Poisar) মেট্রো স্টেশনের কাছে মেট্রোর কাজ চলছিল। আচমকা দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণস্থলে ধাক্কা মারে। এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গাড়ির চালকও সামান্য আহত হন।
ঘটনার সময় গাড়িটিতে উপস্থিত ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেত্রী উর্মিলা কোঠারি (Urmilla Kothare)। দ্রুতগতিতে থাকা গাড়িটি নির্মাণস্থলে ধাক্কা মারার পর অভিনেত্রী ও চালক অল্প আহত হন। এয়ারব্যাগ সঠিক সময়ে খুলে যাওয়ায় উর্মিলা গুরুতর চোট এড়াতে সক্ষম হন।
মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রী শুটিং সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জন্য গাড়ির চালকের গাফিলতিকে দায়ী করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ বুড়ো বয়সে ন্যাকামির অন্ত নেই! বন্দে ভারতে শ্রীময়ী কে গোলাপ দিয়ে প্রপোজ কাঞ্চনের, ধুয়ে দিলেন নেটিজেনরা
এই দুর্ঘটনা নির্মাণস্থলে কর্মীদের নিরাপত্তার গুরুত্বকে আরও একবার সামনে এনেছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আহত শ্রমিকের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনায় শোক প্রকাশ করেছেন উর্মিলা এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।