বিবাহ অভিযান’-এর গণশা যিনি কিনা আজ টলিউড জগতের নামজাদা অভিনেতা, নাম শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty)। ৯০ এর দশকের এই সিরিয়াল আজও বহু বাঙালি দর্শকদের মনের মনিকোঠায় চিরস্মরণীয় হয়ে আছে। প্রসঙ্গত, শঙ্করের তুতলে কথা বলা গণশা’র চরিত্র ছিল কমেডিতে ভরপুর।
প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে বিনোদন জগতে কাজ করার দরুন বহু নবীন-প্রবীনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শঙ্কর চক্রবর্তীর। তবে সম্প্রতি এক খোলামেলা আড্ডায় অভিনেতা আজকের দিনের অভিনয় জগতের শিল্পীদের নিয়ে মন্তব্য প্রকাশ করলেন।
অভিনেতা জানান, “আজকালকার অভিনেতা-অভিনেত্রীদের সিনিয়রদের সম্মান জানানোর পার্ট চুকে গেছে। ধরুন কোনও সিনিয়র অভিনেতা সামনে বসে রয়েছে তবুও তার সামনে পা তুলে দেয়। সামান্য সৌজন্যবোধও তাদের মধ্যে নেই”।
আরও পড়ুনঃ ‘অনুরাগের ছোঁয়া’ থেকে বিদায় নিচ্ছেন প্রধান নায়িকা! শেষ হচ্ছে সূর্য-দীপার ভালোবাসার গল্প?
শঙ্করবাবু আরো জানান, “প্রচুর সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আমরা কাজ করেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী দি, সাবিত্রী দি এনাদের দেখে আমরা এখনও দাঁড়িয়ে পড়ি। আর এখন সব রিল করে সেটে আসে। কাজে মনঃসংযোগ নেই, চিত্রনাট্য পড়ে আসে না। অথচ টিআরপি পেয়ে গেলে ভেবে নেউ তাদের জন্যই সিরিয়াল জনপ্রিয় হচ্ছে”। এই বক্তব্যের মাধ্যমে অভিনেতা আজকের ইন্ডাস্ট্রিকে নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেছে।
বর্তমান সময়ের অভিনেতা কিংবা অভিনেত্রী নির্বাচন করার ধরন নিয়েও বেশ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গণশা অর্থাৎ শঙ্কর বলেন, “সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের উপর কাজ পাওয়া বিষয়টা ঠিক নয়। তবে কিছুতো করার নেই। চ্যানেল সেটাই করছে। গল্পে বাবা-মা, কাকা-জ্যাঠা তাই আমাদের ডাকা হয়। কিন্তু যেদিকে পরিস্থিতি এগোচ্ছে একটু বেশি টাকা চাইলে আমাদের নেবে কিনা সন্দেহ”।