ভেঙেছে আইনি দাম্পত্য, অতীত এখন ইপ্সিতা! এই সুন্দরী মেয়ের প্রেমে পড়েছেন নায়ক অর্ণব

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন ইপ্সিতা মুখার্জী (Ipshita Mukherjee)। বলাই বাহুল্য, বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ তিনি। অনেক ছোট বয়স থেকে অভিনয় পেশায় সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। একাধিক সিরিয়ালে দেখা মিলেছে তার।‌ এই অভিনেত্রীকে সুবর্ণলতা, কেয়া পাতার নৌকার মতো জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে তাকে। এরপর লীনা গঙ্গোপাধ্যায়ের ধুলোকণা, এক্কাদোক্কা, জল থৈ থৈ ভালোবাসার মতো ধারাবাহিককে গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করছেন তিনি।

শুধু কি ধারাবাহিক নাকি? একই সঙ্গে ডেবিউ করে ফেলেছেন বড় পর্দাতেও। তার অভিনীত সিনেমা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা বেশ জনপ্রিয় হয়েছিল। স্বয়ং বাংলার ইন্ডাস্ট্রি হিসেবে খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবির প্রযোজনা করেছিলেন। একইসঙ্গে টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় নায়ক হলেন অভিনেতা অর্ণব ব্যানার্জিও। সাফল্যমন্ডিত প্রচুর ধারাবাহিক তার ঝুলিতে। আলো ছায়া, শ্রীময়ী, আলতা ফড়িং, জল থৈ থৈ ভালোবাসা, হরগৌরী পাইস হোটেল খ্যাত এই অভিনেতা কিন্তু বাঙালি দর্শকদের ভীষণ পছন্দের।

জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীই বাস্তব জীবনে সামাজিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আসলে আইনত জুটি বেঁধে ফেলেছিলেন তারা। যদিও সেই জুটি ভাঙার গুঞ্জন শোনা যায়। এরপর অবশ্য জোড়াও লেগেছিল সেই সম্পর্ক। কিন্তু ভাঙে অচিরেই।প্রথমবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের সম্পর্কের কথা প্রথম স্বীকার করে নেন ইপ্সিতা। শুধু তাই নয়, তাদের বিয়ের করার পরিকল্পনার কথাও রচনা বন্দ্যোপাধ্যায়কেই প্রথম জানিয়েছিলেন নায়িকা। এই সম্পর্ক ভাঙায় অবসাদ গ্রাস করেছিল দুজনকেই।

জানা যায় জল থৈ থৈ ভালোবাসায় একসঙ্গে কাজ করার সময় ফের ভেঙে যায় দুজনের সম্পর্ক। যদিও এই ধারাবাহিকে ইপ্সিতা এবং অর্ণব জুটি হিসেবে নয় বরং দেওর-বৌদি হিসেবে অভিনয় করেছিলেন। এবং এটিই হয়তো তাদের একসঙ্গে শেষ ধারাবাহিক ছিল। একদিকে বিচ্ছেদ একদিকে একসঙ্গে কাজ এই বিষয়ে মুখ খুলে ঈপ্সিতা জানিয়েছিলেন, “এটা নিজের সাথে নিজের লড়াই। প্রথম এক-দেড় মাস, খুব অসুবিধা হয়েছিল। কিছু একটা ঘটেছে, কিছু একটা হয়েছে এটা বাকিরা কেউ আমাকে বোঝায়নি তার জন্য অনেকটা সুবিধা হয়েছে।”

আরও পড়ুন: গর্বিত বাংলা! লেডি গাগা, এড শিরনদের সঙ্গে লড়াইয়ে এবার বঙ্গ কন্যা ইমন! অস্কার দৌড়ে ইমনের বাংলা গান

যদি অর্ণবের জীবনে এখন ঈপ্সিতা অতীত। গুঞ্জন নতুন সম্পর্কে এগিয়েছেন নায়ক। সম্প্রতি অন্য এক নারীকে অর্ণবের বাহুডোরে দেখা যাওয়ার পর থেকেই যেমন গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি নায়ক একটি ছবি শেয়ার করেছেন এক সুন্দরী নারীর সঙ্গে। ক্যাপশনে আবার হার্ট ইমোজি! আর তাই দুয়ে দুয়ে চার করতে বেশি সময় নেননি নেটিজেনরা। জানা যাচ্ছে মেয়েটি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম শাশ্বতী বসু। আর এই কন্যেরই প্রেমে পড়েছেন অর্ণব বলে বিশ্বাস তার ভক্তদের।

You cannot copy content of this page