বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন হবু স্ত্রী! রেগে কাঁই হয় বিয়ে ভাঙলেন অভিনেতা? টলিপাড়ায় ফের শোরগোল! আন্দাজ করতে পারছেন কোন জুটি?

টলিপাড়ায় ফের শোরগোল। বহু দিনের প্রেম, একের পর এক প্রকাশ্য উপস্থিতি, এমনকি বিদেশে একসঙ্গে ঘোরার ছবিও— সবই যেন আসন্ন বিয়ের ইঙ্গিত দিচ্ছিল। তাঁরাই ছিলেন অন্যতম আলোচিত জুটি। অভিনেত্রী স্টুডিয়োপাড়ার পরিচিত মুখ, আর নায়ক এখনও নিজের অভিনয়জীবনের মজবুত ভিত্তি তৈরির পথে। তবু তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল বিস্তর। প্রথমদিকে গোপন রাখলেও পরে আর লুকোচুরি করেননি কেউই।

খবর ছিল, ২০২৬ সালের শুরুতেই চার হাত এক হবে। পরিবারও প্রস্তুতি নিচ্ছিল। সম্পর্কটাও বেশ স্থির বলেই মনে হচ্ছিল। তাই হঠাৎ বিয়ের ভাঙনের গুঞ্জন ছড়ানো মাত্রই চমকে ওঠে সবাই। প্রথমে ধারণা করা হয়েছিল, হয়ত কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কটিকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু পরে স্টুডিয়োপাড়ার ভিতর থেকে আরও বিস্ফোরক খবর বেরিয়ে আসে।

ফিসফাস, হবু স্ত্রী অর্থাৎ সেই অভিনেত্রী নাকি হঠাৎই সন্তানের মা হতে চলেছেন। তবে আরও বড় দাবি, ওই সন্তানের পিতা নাকি তাঁর প্রেমিক নন। এই খবর নায়কের কানে পৌঁছাতেই নাকি রীতিমতো তোলপাড় শুরু হয় দুই পরিবারে। নায়ক কোনও ভাবেই এই পরিস্থিতি মেনে নিতে পারেননি। ক্ষোভে ও অপমানে নাকি এক মুহূর্ত দেরি না করে বিয়ের সিদ্ধান্ত পুরোপুরি বাতিল করেন তিনি।

এই ঘটনার পর অভিনেত্রী নাকি নিজেকে কিছুটা সময় দিতে বিদেশে একা বেড়াতে গিয়েছেন। তাঁর সোলো ট্রিপের গল্প সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও নায়ক পুরোপুরি নীরব। তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া নেই। চারপাশের এত আলোচনার মধ্যেও তিনি নাকি নিজেকে গুটিয়ে রেখেছেন।

আরও পড়ুনঃ “সুস্থ বাচ্চা নিয়ে যাচ্ছেন আর তার মৃ’তদে’হ ফিরিয়ে আনছেন!” “অজান্তেই সন্তানদের অন্ধকারে ঠেলে দিচ্ছেন না তো?” পরিষেবার নিরাপত্তা নিয়ে সরব তথাগত মুখোপাধ্যায়! নিয়ম ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি? ঠিক কী ঘটেছে?

ঘটনাটি নিয়ে টলিপাড়ায় এখন নানা রকম জল্পনা তুঙ্গে। ঠিক কোন তথ্য সত্য আর কোনটা গুজব, তা এখনও পরিষ্কার নয়। তবে এতদিনের স্থির সম্পর্কের এমন নাটকীয় পরিণতি নিয়ে চর্চা তো চলছেই। ভক্তদের প্রশ্ন, এতকিছু কাটিয়ে কি তাঁরা কোনওদিন আবার একসঙ্গে ফিরবেন, নাকি এখানেই ইতি— তা সময়ই বলবে।

You cannot copy content of this page