কালীপুজোর (Kali Puja 2024) প্রাক্কালে মুক্তি পেল নতুন বাংলা ছবি ‘আবার আসিব ফিরে’ (Abar Asibo Phire)। কেশবানন্দ মুখোপাধ্যায়, দেবদত্ত মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর প্রযোজনায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন ঋতব্রত মুখার্জি (Rwitobroto Mukherjee)। ছবির গল্প আবর্তিত হয়ে চলেছে ধাত্রীপুর গ্রামের বিত্তশালী বৃদ্ধ প্রাণেশবাবু এবং তাঁর মা-হারা নাতি প্রদ্যুতকে ঘিরে।
প্রথম ঝলকে স্পষ্ট প্রাণেশবাবু হঠাৎই ডেকে পাঠান আমেরিকা নিবাসী নাতিকে। বহু বছর পর নিজের একমাত্র নাতিকে কাছে পেয়ে প্রাণেশবাবুর গ্রামের বাড়িতে যেন খুশির আমেজ বইতে থাকে। এরপর হঠাৎ করেই দাদু জানতে চাওয়ায় নাতি জানায় যে, সে গোটা পৃথিবীটাকে খুব কাছ থেকে জানতে চায়। চিনতে চায়।
ছবির জন্য একাধিক সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা। তেমনই এক সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন ঋতব্রত। জানালেন, অভিনয় নয়। অন্য কোনও পেশাও নয়। রাজনীতিই একমাত্র প্রফেশন।
এমন দমকা আলটপকা মন্তব্য কেন করলেন অভিনেতা? বিস্তারিত জানান, বর্তমানে এআইয়ের যুগ। সব কাজই তাকে দিয়ে করিয়ে নেওয়া যায়। মানুষের প্রয়োজন কমছে। এআই সঞ্চালক/সঞ্চালিকা আসার পর কপালে ভাঁজ পড়েছিল সাংবাদিকদের। এমন ভাবেই ছেয়ে যাবে সব সেক্টর। তাই রাজনীতি ছাড়া আর কোনও প্রফেশনের অস্তিত্ব থাকবে না।
আরও পড়ুনঃ আদৃতের প্রেমে পাগল অনন্যা! তিনিই এবার ভাঙন ধরাচ্ছেন নায়কের সংসারে
অভিনেতার কথা প্রকাশ্যে আসতেই সরগরম সমাজমাধ্যম। প্রথমে তো রাজননীতিকেই একমাত্র ‘প্রফেশন’ বলছেন ঋতব্রত এমনটাই ভেবেছিলেন ট্রোলারা। তবে বিস্তারিত বলতে বাধ্য হন মুখে কুলুপ আঁটতে।