টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Adhya) বরাবরই তাঁর স্পষ্টভাষা এবং সাহসী ব্যাক্তিত্বের জন্য পরিচিত। তবে তাঁর জীবনের এক ভয়ঙ্কর ঘটনা হয়তো অনেকেই জানেন না। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই ভাগ করেছিলেন তাঁর সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা (Horrible Experience) , যা শুনে শিউরে উঠেছিলেন দর্শকরাও। এই ঘটনা কোনও ছবির দৃশ্য নয়, একেবারেই বাস্তব!
যেখানে প্রতিবাদের খেসারত দিতে হয়েছিল অপরাজিতা আঢ্যকে, কাদা মাখা রাস্তায় পাড়ার ছেলেদের লাথি খেতে হয়েছিল তাঁকে। কি এমন হয়েছিল যে এতো জনপ্রিয় অভিনেত্রী হয়েও এই রকম ঘটনার শিকার হন তিনি? ঘটনাটি আজ থেকে প্রায় তিরিশ বছর আগের, অভিনেত্রীর পাড়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। মাত্র ১৩ বছর বয়সেই অপরাজিতা নাচ শেখাতেন পাড়ার একটি ছোট্ট স্কুলে। সেই সূত্রেই নিজের ছাত্রছাত্রীদের নিয়ে এক নৃত্যনাট্যের পরিকল্পনা করেছিলেন তিনি, শুরু হয় প্রস্তুতিও।
কিন্তু অনুষ্ঠানের ঠিক আগেই, সারাদিনের মুষলধারে বৃষ্টিতে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। রাতে যখন আবহাওয়া একটু ঠিক হয়, তখনই পাড়ার কিছু ছেলেরা একতরফা সিদ্ধান্ত নেয় যে মেয়েদের নৃত্যনাট্য বাদ দিয়ে তাদের নাটক হবে। এমন সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন অপরাজিতা। তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলে ওঠেন, “বাতিল যদি কিছু করতে হয়, তবে হোক ছেলেদের নাটক। মেয়েদের প্রস্তুত হওয়া নৃত্যনাট্য হবে, এটাই আমাদের দাবি।”
অপরাজিতার প্রতিবাদ মেনে নিতে পারেনি ছেলেরা। শুরু হয় তুমুল বচসা, যা এক সময়ে রূপ নেয় হাতাহাতিতে। এর মাঝেই পাড়ার কয়েকজন ছেলে অপরাজিতাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়, এরপর একের পর এক লাথি মারতে থাকে। ব্যথায় কাতর হয়ে কাদায় লুটিয়ে পড়েন তিনি, তবুও প্রতিবাদের আগুন নেভেনি। এই অপমানের ঘটনার পর অপরাজিতা মনে মনে একটা কঠিন শপথ নিয়েছিলেন, যে একদিন তাঁর দলকে এমন জায়গায় পৌঁছে দেবেন, যেখানে এই ছেলেরাই মাথা নিচু করে দাঁড়াবে।
আরও পড়ুনঃ বর্ষার মুখে ঝামা ঘষে দিল মিঠি! বিয়ের আগের প্রেমিকের কথা তুলে বর্ষাকে অপ্রস্তুতে ফেলল মিঠি! তবে, কি এবার বুবলাইয়ের সঙ্গে বর্ষার দূরত্ব বাড়বে? ছেলের দাম্পত্য জীবনের ভাঙন আটকাতে পারবে কি কমলিনী?
আজ ঠিক সেটাই করে দেখিয়েছেন তিনি। আজ তাঁর নৃত্যদল জনপ্রিয়তার শীর্ষে, আর অপরাজিতা নিজেও ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। প্রতিকূলতার মুখেও তাঁর অনড় মনোভাবই আজ তাঁকে এনে দিয়েছে এই সাফল্য। অভিনেত্রীর এই ঘটনা কেবল গল্প নয়, বরং সমাজে মেয়েদের অধিকারের জন্য লড়াইয়ের এক উদাহরণ। শিশু বয়স থেকেই প্রতিবাদ করার যে সাহস অপরাজিতা দেখিয়েছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণার।