দারুণ খবর! দীর্ঘ বিরতি ভেঙে টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ! জনপ্রিয় নায়কের সঙ্গে বাঁধছেন জুটি

একসময় বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট সিরিয়াল উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন অপরাজিতা ঘোষ দাস। তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে ‘এখানে আকাশ নীল’, ‘একদিন প্রতিদিন’, ‘কুসুম দোলা’, ‘কোজাগরী’, এবং ‘এক্কা দোক্কা’ উল্লেখযোগ্য। শুধু সিরিয়াল নয়, বড় পর্দাতেও অনেক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে টিভি পর্দা থেকে দূরে ছিলেন তিনি, মাঝে অবশ্য দু-একটি পার্শ্ব চরিত্রে দেখা গেলেও সেই পুরনো রূপে মেলে ধরা হয়নি।

দীর্ঘদিন পর টেলিভিশনে ফিরছেন অপরাজিতা!

শোনা যাচ্ছে, আবারও কেন্দ্রীয় চরিত্রে ধারাবাহিকের জগতে ফিরছেন অপরাজিতা। আর এই কামব্যাকের পেছনে রয়েছেন জনপ্রিয় টেলিভিশন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। লীনা একটি নতুন গল্প লিখছেন, যেখানে দুই মধ্যবয়সী নারী-পুরুষের সম্পর্কের টানাপোড়েনের কাহিনি তুলে ধরা হবে। অপরাজিতা থাকবেন এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে। যদিও তাঁর বিপরীতে কে থাকবেন, সেই রহস্য এখনও অজানা। তবে এমন খবরও রয়েছে যে, এই নতুন সিরিয়ালটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এবং লীনার প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর প্রযোজনায় এটি তৈরি হবে।

aparajita ghosh

এদিকে টিভি পর্দায় অপরাজিতার অন্যতম সফল জুটি ছিল ঋষি কৌশিকের সঙ্গে। তাঁদের জুটি দর্শকপ্রিয়তা পেয়েছিল ‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’ এবং ‘কুসুম দোলা’র মতো সুপারহিট সিরিয়ালে। তাই এই নতুন সিরিয়ালে আবারও কি এই প্রিয় জুটির কামব্যাক হবে? নাকি এবার তাঁকে দেখা যাবে নতুন কারও সঙ্গে? এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও, ঋষি বর্তমানে মুম্বইয়ে শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন, যা তাঁদের কামব্যাককে কিছুটা সন্দেহের মুখে ফেলেছে।

টেলিভিশন সিরিয়ালের পাশাপাশি বড় পর্দাতেও অপরাজিতা তাঁর অভিনয় দক্ষতা দেখিয়েছেন। ‘ইতি শ্রীকান্ত’, ‘দ্রোণাচার্য’, ‘চলো লেটস গো’, ‘চৌরাস্তা’, ‘হাতে রইল পিস্তল’, ‘বাকিটা ব্যক্তিগত’, এবং ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র মতো জনপ্রিয় সিনেমাগুলোতে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কীর্তন’ নামের ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ জি ছেড়ে ঘরের মেয়ে ফিরছে জলসায়! স্টার জলসার নতুন ধারাবাহিকের নায়িকা অরুনিমা হালদার

ফের টিভি পর্দায় অপরাজিতার এই প্রত্যাবর্তন নতুন করে উত্তেজনা জাগিয়েছে দর্শকমহলে। তাঁদের প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন বহু ভক্ত।

You cannot copy content of this page