“আমার শরীর দেখানোর দরকার নেই! আমি জানি আমার মূল্য কী, টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তার সবই আমার কাছে আছে!” শরীর দেখানো নিয়ে শ্বেতা পথেই হাঁটছেন অভিনেত্রী শ্রুতি দাস?

বাংলার টেলিভিশন জগতে অনেক দিন পর আবার ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’–র মতো ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া শ্রুতি প্রায় দেড় বছর বিরতির পর ছোটপর্দায় আবারও অভিনয় করছেন। এবার তাকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-তে। এই ধারাবাহিকে ‘নিশা’ চরিত্রে অভিনয় করছেন তিনি।

নতুন ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই শ্রুতি দাসকে নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে সম্প্রতি তাঁর একটি পোস্ট ঘিরেই চর্চা বেড়েছে নেটদুনিয়ায়। অফস্ক্রিন বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে শ্রুতি লিখেছেন এমন কিছু লাইন, যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই পোস্ট দেখেই অনেক নেটিজেনের ধারণা— তিনি নাকি অন্য এক অভিনেত্রীর পথেই হাঁটছেন।

শ্রুতি লিখেছেন, “আমি একজন রানী এবং আমার শরীর দেখানোর দরকার নেই। আমি জানি আমার মূল্য কী। টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তার সবই আমার কাছে আছে। আমি তোমার চোখের মিষ্টি সাজ নই, আমি আত্মার খাবার।” এছাড়াও তিনি আরও জানান, নিজের খেলার নিয়ম তিনি বদলে ফেলেছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্যও বদলে যায়। তাঁর কথায়, ভালবাসলেই সবকিছু বদলানো সম্ভব।

তবে প্রশ্ন উঠছে এই লেখাটি কি তিনি তাঁর চরিত্র নিশাকে উদ্দেশ্য করে লিখেছেন, নাকি এটি তাঁর ব্যক্তিগত মতামত? যদিও এর কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি অভিনেত্রী। কিন্তু নেটিজেনদের বড় অংশই মনে করছেন, শ্রুতি আসলে নিজের অবস্থানই তুলে ধরতে চেয়েছেন এই লেখার মাধ্যমে।

আরও পড়ুনঃ“স্বামীকে শো-পিস বানিয়ে রেখেছেন, এত বড় অনুষ্ঠানে বাবা কোথায়?” “বাচ্চাকে পরমান্নও খাওয়াতে দিলেন না, গুরুজনদেরও ঠেলে দিলেন!” “এত আয়োজন যদি নিয়ম না মানেন, তবে মানেটা কী?”— মানসীর ছেলের অন্নপ্রাশন ঘিরে জোর বিতর্ক! নিজের সিদ্ধান্তে কটাক্ষের শিকার অভিনেত্রী!

এই পোস্টের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের আগের এক মন্তব্যের সঙ্গে। কিছুদিন আগেই শ্বেতা বলেছিলেন, “কাজের খাতিরে আমি ছোট পোশাক পরতে পারব না, কারণ আমি শরীর বেচতে আসিনি ইন্ডাস্ট্রিতে।” সেই বক্তব্য ঘিরে যেমন শোরগোল হয়েছিল, শ্রুতির পোস্টের পর আবারও পুরনো বিতর্ক নতুন করে সামনে এসেছে। এখন দেখা যাক, এই আলোচনার জেরে অভিনেত্রীর উদ্দেশ্য নিয়ে কী নতুন প্রতিক্রিয়া তৈরি হয়।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।