টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। যিনি সবসময়ই থাকেন চর্চার কেন্দ্রে। কখনও বিস্ফোরক মন্তব্য করে তো কখনো কোন স্থানে উপস্থিত হয়ে নিজেকে চর্চার কারণ বানান সৌমীতৃষা। বর্তমানে তিনি বেজায় ব্যস্ত নিজের কর্ম জীবন নিয়ে। এরই মাঝে মিঠাই রানী উপস্থিত শাসকদলের ভাইফোঁটা উৎসবে।
শাসক দলের ভাইফোঁটা উৎসবে নাচে, গানে সৌমীতৃষা!
জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক থেকে উত্তরণ তাঁর। এখনো তিনি দর্শকদের অত্যন্ত প্রিয় মিঠাই। তবে অতীত ভুলেছেন সৌমীতৃষা। টেলিভিশন পেরিয়ে বড়পর্দায় নাম তুলেছেন তিনি। ‘মিঠাই’ শেষ হতে না হতেই অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধেছিলেন সৌমীতৃষা। ‘প্রধান’ সিনেমায় রুমির চরিত্রের নজর কাড়েন তিনি। তারপর থেকে পরপর প্রজেক্টে কাজ করে চলেছেন অভিনেত্রী।
বর্তমানে একাধিক কাজ তাঁর হাতে পেন্ডিং। বহু কাজ ফিরিয়ে দিচ্ছেন। একই সঙ্গে অভিনেত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে। আর সেটা মোটেই নজর এড়িয়ে যাচ্ছে না দর্শকদের। আর জি কর কান্ডে উত্তপ্ত বাংলায় অভিনেত্রী সৌমীতৃষা সক্রিয়ভাবে কোন আন্দোলনে অংশ নেননি। বদলে অভিনেত্রীর দেখা মিলেছিল দুর্গাপুজোর কার্নিভালে।
আর সেখানেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন মিঠাই। বলেছিলেন ‘যারা কার্নিভালে আসেননি তাঁদের মেরুদন্ড নেই’। সৌমীতৃষার এই মন্তব্য চারিদিকে ঝড় বইয়ে দেয়। অভিনেত্রীকে পাল্টা শুনতে হয়েছিল মেরুদন্ড নেই তাঁর! যদিও এতে এতটুকু বিচলিত হননি অভিনেত্রী। কারণ সৌমী নিজেকে চর্চায় রাখতে ভালবাসেন!
আরও পড়ুনঃ একেই বলে ভ্রাতৃত্ব! ভিন্নধর্মী হয়েও হিন্দুদের উৎসব পালন রিয়াজের! সায়কের বৌদির থেকে ভাইফোঁটা নিলেন অভিনেতা
দুর্গাপুজোর কার্নিভালের পর শাসকদলের ভাইফোঁটা উৎসবে উপস্থিতি নজরে পড়লো সৌমীতৃষার। অরূপ বিশ্বাসের ভাইফোঁটা উৎসবে হাজির হলেন সৌমীতৃষা। শুধু তাই নয়! নাচে গানে পালন করলেন ভাইফোঁটা উৎসব। অভিনেত্রী সঙ্গে এই উৎসবে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা। উপস্থিত ছিলেন অভিনেত্রী জুন মালিয়া, নুসরাত জাহান, কৌশানী মুখার্জী ও অন্যান্যরা। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর পুনরায় আলোচনার কেন্দ্রে মিঠাই রানী।
“তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, বাড়াবাড়ি করো না” শ্রীময়ীর কটাক্ষের জবাব দিয়ে শান্ত গলায় তীব্র বার্তা পিঙ্কির!