টলিউডের (Tollywood) পাওয়ার কাপল নামে পরিচিত তাঁরা। তাঁরা টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) এবং পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ডাকনামে তাঁরা ‘রাজশ্রী’। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তারকা দম্পতির ভরা সংসার। তার মাঝেও প্রতি দিন উদযাপন করেন ভ্যালেন্টাইনস ডে।
তাঁদের প্রেমের কাহিনী সিনেমার থেকে কম নয়। অতীতে অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে সমীকরণ ছিল সুপারস্টার দেবের। দেব-শুভশ্রীর জুটিকে চিনতেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। পরান যায় জ্বলিয়া রে, মন মানে না-এর মতো সুপারহিট সিনেমা করেছেন একসঙ্গে। যদিও ব্যক্তিগত কারণে পরে আলাদা হয়েছেন দুজনে।
অন্যদিকে, পরিচালক রাজের সমীকরণ ছিল
টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। যে সম্পর্কের কথা কানাঘুষো শোনা যেত সর্বত্রই। রাজ ও মিমির সম্পর্কেও কোন এক সময় চলে আসে ব্যক্তিগত কাঁটাতার। আলাদা হয়ে যান দুজনে। পরবর্তীতে শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ান রাজ চক্রবর্তী।
আরও পড়ুনঃ লিডিং হিরো বনিকে ছাড়লেন কৌশানী? প্রেম ভাঙলো জনপ্রিয় জুটির? গুঞ্জন টলিপাড়ায়
বেশ কিছুদিন প্রেম করার পর ছাদনাতলায় এক হন রাজ-শুভশ্রী। রাজকে পেয়ে তিনি জীবনে অত্যন্ত খুশি। বলেছিলেন অভিনেত্রী শুভশ্রী। এরপরই করে আসে রাজশ্রীর প্রথম সন্তান। বেশ কিছু বছরের মধ্যেই কোলে আসে রাজকন্যা ইয়ালিনী। তবুও এখনও তাঁরা রোমান্টিক জুটি। নিত্যদিন প্রেমে পড়ছেন একে অপরের।
এদিন প্রেমের দিবসের দিন একসঙ্গে সাক্ষাৎকারে এসেছিলেন রাজ ও শুভশ্রী। এই সাক্ষাৎকারে তারা বললেন, আলাদা করে কোন ভ্যালেন্টাইন্স ডে নয়। তাঁরা প্রতিদিন একটু একটু করে একে অপরকে ডিসকভার করছেন। ‘প্রাণ দিতে চাই মন দিতে চাই’ গান গেয়ে একে অপরকে ভালোবাসা জানালেন তারকা জুটি।