স্টাইলিস্ট নয়, স্বস্তিকার সাজগোজের মূল অনুপ্রেরণা কে? শুটিংয়ে মায়ের শাড়ি কেন পরেন স্বস্তিকা? নেপথ্যের কারণ জানলে মন ছুঁয়ে যাবে!

অভিনেত্রী ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’ (Swastika Mukherjee) বরাবরই ব্যতিক্রমী। শুধু অভিনয়ে নয়, জীবনযাপনেও তিনি আলাদা ধাঁচের। স্বস্তিকা বরাবরই নিজের অভিনয় দক্ষতা এবং স্টাইল স্টেটমেন্টের (Style Statement) জন্য আলোচনায় থাকেন। তবে তাঁর সাজ-পোশাকে যে বিশেষ এক আবেগ জড়িয়ে আছে, তা অনেকেই জানেন না। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্রই নিজের অভিনয়গুণে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘দুর্গাপুর জংশন’ (Durgapur Junction)

যার শুটিংয়ের সময়েই তিনি এক আবেগঘন অভ্যাসের কথা শেয়ার করেছেন। নিজের কাজের সঙ্গে মায়ের স্মৃতিকে কীভাবে বয়ে নিয়ে চলেছেন, সে কথাই উঠে এসেছে তাঁর কথায়। সাম্প্রতিক এক পোস্টে স্বস্তিকা জানিয়েছেন, তাঁর ফ্যাশন চেতনার মূল অনুপ্রেরণা তাঁর মা। অভিনয় জীবনের শুরু থেকেই মায়ের শাড়ি পরার অভ্যাস ছিল তাঁর, যা আজও বজায় রয়েছে। তিনি বলেন, “আমার কেরিয়ারের শুরুতে কোনো স্টাইলিস্ট ছিল না,

তখন মায়ের আলমারিই ছিল আমার সবচেয়ে বড় ভরসা।” মায়ের রেখে যাওয়া শাড়িগুলো আজও তাঁর জীবনের অমূল্য অংশ, যা তিনি সুযোগ পেলেই নিজের কাজের সঙ্গে জুড়ে দেন। দুর্গাপুর জংশন ছবির শুটিংয়েও এর ব্যতিক্রম হয়নি। ছবির জন্য চরিত্র অনুযায়ী পোশাক বেছে নিতে গিয়ে তিনি ফের মায়ের পুরনো শাড়ির আলমারি খুলে বসেন। সেখানে খুঁজে পান এক অনবদ্য সবুজ তাঁতের শাড়ি, যাতে সূক্ষ্ম সুতোর কাজ করা।

এই বিশেষ শাড়িটি পরে ছবির শুটিং করেন তিনি। স্বস্তিকার মতে, মায়ের স্মৃতির স্পর্শ পেলে প্রতিটি চরিত্রের সঙ্গে আরও গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারেন তিনি। শুধু শাড়ি নয়, মায়ের পুরনো গয়না, শাঁখা-পলা, এমনকি পুরনো টিপের পাতাও তিনি বিভিন্ন কাজে ব্যবহার করেন। তাঁর কথায়, “মা চলে যাওয়ার পর থেকেই আমি চেষ্টা করি আমার প্রতিটি চরিত্রে তাঁর কিছু না কিছু স্মৃতি রেখে যেতে।

আরও পড়ুনঃ শুভ-আকাশের বিয়েতে সেবন্তী কি রাজি? ছেলের স্মৃতি আঁকড়ে থাকবে, নাকি শুভ-কেশবেরভ বিষ্যতের কথা ভাববে?

এতে মনে হয়, মা যেন আমার সঙ্গে থাকছেন প্রতিটি মুহূর্তে।” এমনকি, তাঁর বোনও দীর্ঘদিন তাঁর স্টাইলিংয়ের দায়িত্ব সামলেছেন, যাতে সেই পুরনো ছোঁয়া বজায় থাকে। স্বস্তিকার এহেন স্বীকারোক্তিতে মা-মেয়ের সম্পর্কের উষ্ণতা স্পষ্ট ফুটে ওঠে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর স্টাইল, সাজগোজ সবই মায়ের কাছ থেকে শেখা, আর সেই শিক্ষা আজও তিনি আগলে রেখেছেন নিজের কাজের মাধ্যমে।