যেরকম গাইতে পারেন সেরকম নাচতেও পারেন বাংলার অনন্যা! এবার নেচে মাত করে দিলেন সারেগামাপার গায়িকা

কখনো একতারা বাজিয়ে বাউল গান করছেন আবার কখনো রবীন্দ্র সংগীত গাইছেন ফিউশনে সব মিলিয়ে বজবজের অনন্যা এখন মুম্বাইতে গিয়ে ভালোই জমিয়ে দিয়েছেন আসর।

বাপ্পি লাহিড়ী থেকে জিনাত আমান, শাহিদ কাপুর সকলেই অনন্যার গানে মুগ্ধ। তবে শুধুমাত্র গান নয় তিনি যে অন্য আরো কিছু ভালবাসেন তার প্রমাণ পাওয়া গেল তার ইনস্টাগ্রাম ভিডিওতে।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি গান খুব চলছে সেটি হল লেজি ল্যাড। এই গানে এবার নাচ করলেন অনন্যা। তার সঙ্গী হলেন আরেক প্রতিযোগী লাজ। পাঞ্জাবি এবং বাঙালি দুই বন্ধু মিলে ভালোই নাচ করলেন এই গানের সঙ্গে।

ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনন্যা যেরকম গানে সেরা সেরকম স্টাইল স্টেটমেন্টেও তিনি কম যান না। মাথায় খোলা চুলে কালারিং বিডস পরে তাকে দেখা যাবে। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছেন অনন্যা। এবার জাতীয় টেলিভিশনের মঞ্চ কাঁপাচ্ছেন এই বাঙালি গায়িকা।

You cannot copy content of this page