‘এ যে পুরো কৃষ্ণকলি পার্ট টু’, গায়ের রঙ নিয়ে তৈরি সিরিয়াল অনুরাগ এর ছোঁয়াকে নেটপাড়ায় তীব্র কটাক্ষ নেটিজেনদের

বর্তমানে টিআরপি রেটিং তালিকায় একাই কাঁপাচ্ছে স্টার জলসা।খুকুমণি হোম ডেলিভারি আলতা ফড়িং গাঁটছড়া একের পর এক সিরিয়াল দিয়ে জি বাংলা কে পুরো ধরাশায়ী করে দিয়েছে স্টার জলসা। মিঠাই কে পর্যন্ত ১ নং থেকে ৫ নং এ নামিয়ে দিয়েছে এই চ্যানেল। তবে যেরকম নতুন সিরিয়াল তৈরি হয়েছে সে রকম সেই নিয়ে ট্রোলিং কিছু কম হয়না।

বেশ কিছুদিন হল স্টার জলসায় রাত সাড়ে নটা থেকে শুরু হয়েছে সিরিয়াল অনুরাগের ছোঁয়া। এই সিরিয়ালে মানুষের রূপ না গুণ কোনটাকে প্রাধান্য দেওয়া হবে তা নিয়েই তৈরি হবে বিতর্ক। সেনগুপ্ত পরিবারের বউ লাবণ্য রূপকেই প্রাধান্য দেয় সব সময়। অন্যদিকে তার ছেলে ডাক্তার সূর্য আবার গুণের পূজারী।কোনরকম গায়ের রং কালো মানুষকে সহ্য করতে পারেনা লাবণ্য সেনগুপ্ত।আবার তার ছেলে সূর্য শুধুমাত্র মানুষের গুণ বিচার করে মানুষকে ভালোবাসে।

ইতিমধ্যেই তার সঙ্গে দেখা হয় দীপার যার গায়ের রং শ্যামলা কিন্তু মেয়েটি অত্যন্ত গুণবতী।তবে লাবণ্য চায় তার বাড়ির পুত্রবধূ করে কোন ফর্সা মেয়েকেই আনতে। কিছুক্ষণ আগে স্টার জলসার পক্ষ থেকে এই সিরিয়ালের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে,নিজের মেয়ের মেয়ে এক রত্তি নাতনির গায়ের রং কালো হওয়ায় তাকে দূরে ঠেলে দিচ্ছে লাবণ্য।সেই দেখে তার মেয়ে দুঃখ পেয়ে মাকে জিজ্ঞাসা করে ফেলে যদি তার ভাই কোন কালো মেয়েকে বিয়ে করে তাহলে মা কী করবে? তার মা স্পষ্ট জানিয়ে দেয় যে সেনগুপ্ত বাড়িতে ফর্সা মেয়েই বউ হয়ে আসবে।

আর এই প্রোমো দেখে বিরক্ত হয়ে গিয়েছেন নেটিজেনরা।বিশেষ করে ২০২২ সালে গায়ের রং নিয়ে যে কোন মানুষকে এইভাবে কোন তথাকথিত শহরের শিক্ষিত পরিবার অপমান করতে পারে একথা কল্পনাই করতে পারছেন না দর্শকরা। একজন নেটিজেন তো বলেই ফেলেছে এ তো পুরো কৃষ্ণকলি পার্ট টু। শুধুমাত্র কালো হওয়ার জন্য দীপাকে সূর্যের মায়ের কাছ থেকে যে অপমান পেতে হবে তা ভেবেই এখন থেকে শিউরে উঠছেন নেটিজেনরা।

Anurager Chhoya

You cannot copy content of this page