শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীবের বিরুদ্ধে তুলেছিলেন নোং’রা প্রস্তাব দেওয়ার অভিযোগ! সেই শান্তাতেই এখন জেরবার ভারত-বাংলাদেশ

পশ্চিমবঙ্গের বুকে আবারও অবৈধ অনুপ্রবেশ ঘিরে চাঞ্চল্য। সম্প্রতি পার্ক স্ট্রিট থানার পুলিশ গল্ফগ্রীণ এলাকার বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে এক বাংলাদেশি মহিলাকে। অভিযুক্তের নাম ‘শান্তা পাল’ (Shanta Paul), বয়স ২৮। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শান্তার কাছে একাধিক ভারতীয় নথি ছিল-আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড।

শুধু তাই নয়, তার কাছ থেকে প্রচুর সংখ্যায় বাংলাদেশি পাসপোর্ট এবং বাংলাদেশ সেকেন্ডারি এডুকেশনের অ্যাডমিট কার্ডও উদ্ধার করা হয়েছে। অভিযোগ, ওই মহিলা দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয় দিয়ে ভারতীয় নাগরিক সেজে একটি ভাড়াবাড়িতে বাস করতেন তিনি এবং তাঁর এক পুরুষ সঙ্গী। জানা গিয়েছে, ৭ থেকে ৮ মাস আগে তারা গল্ফগ্রীণের ওই ফ্ল্যাটে ভাড়া ওঠেন এবং বাড়িওয়ালার কাছে ভারতীয় পরিচয়পত্রও জমা দেন।

অথচ পুলিশি হেফাজতের পর জানা যায়, ওই মহিলা আদপে বাংলাদেশের বাসিন্দা। জানা গেছে শান্তা পাল নাকি বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে যুক্ত, অর্থাৎ তিনি একজন পরিচিত মডেল। উল্লেখ্য, বছর পাঁচেক আগে টলিউডের পরিচালক রাজীব কুমার, অর্থাৎ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম স্বামীর বিরুদ্ধে ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে খারাপ প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন শান্তা।

এদিন ধরা পড়ার পর শান্তাকে জেরা করে আরও এক ব্যক্তির সন্ধান পেয়েছে পুলিশ। তার নাম সুমন চন্দ্র শীল। পুলিশের তথ্য অনুযায়ী, সুমনের নামে থাকা আধার কার্ডের ঠিকানা দক্ষিণ বেহালার আনন্দনগর অঞ্চলের। কিন্তু পুলিশ সেই বাড়িতে পৌঁছলে সুমনের কোনও হদিশ মেলেনি। এলাকাবাসীর কথায়, বহু মাস হয়ে গিয়েছে সুমনের দেখা নেই। অথচ পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়িরই একজন মহিলাকে বিয়ে করেছিল সুমন।

আরও পড়ুনঃ আবারও অস্বাভাবিক মৃ’ত্যু এক জনপ্রিয় অভিনেতার, হোটেল রুমে মিলল নি’থর দেহ! প্রাথমিক তদন্ত হলেও, রয়েছে অনেক ধোঁয়াশা! কি কারণে এমন পরিণতি অভিনেতার?

তাঁদের নাকি একটি সন্তানও আছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হল, কীভাবে একজন বাংলাদেশি নাগরিক ভারতে এসে একাধিক আসল ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে পারল? শান্তা দীর্ঘদিন ধরে একাধিক পরিচয়পত্র ব্যবহার করে সরকারি নথিতে নিজেদের ভারতীয় দেখিয়েছেন। এর পেছনে কোনও চক্র সক্রিয় রয়েছে কিনা, সেই দিকেও তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃত বর্তমানে পুলিশ হেফাজতে এবং গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।