“লখিন্দরের লক্ষ্মীলাভ”, চুপিসারে বিয়ের সারলেন পর্দার ‘লখিন্দর’ অর্কজ্যোতি পাল চৌধুরী’! কার গলায় মালা দিলেন?

‘অর্কজ্যোতি পাল চৌধুরী’ (Arka Jyoti Paul Chaudhury) বাংলা টেলিভিশন জগতে একজন সুপরিচিত অভিনেতা, যিনি তাঁর প্রতিভা ও অভিনয় দক্ষতার জন্য দর্শকদের মধ্যে বিশেষভাবে সমাদৃত। তাঁর অভিনয় যাত্রা শুরু হয়েছিল ‘বেহুলা’ (Behula) ধারাবাহিকের মাধ্যমে, যেখানে তিনি ‘লখিন্দরের’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এই ধারাবাহিকে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন ‘পায়েল দে’, যিনি ‘বেহুলা’র ভূমিকায় অভিনয় করেছিলেন।

এই জুটি দর্শকদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়েছিল যে, তাদের অনস্ক্রিন রসায়ন আজও স্মরণীয়। অর্কজ্যোতি পাল চৌধুরী এরপর বিভিন্ন ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন, যেমন—’বেদের মেয়ে জোৎস্না’, ‘রেশম ঝাঁপি’। জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে তিনি ‘রকেট’ চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি, দীর্ঘ ১৫ বছর পর, অর্কজ্যোতি ও পায়েল দে আবার একসঙ্গে কাজ করছেন সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে। এবার তারা মুখোমুখি চরিত্রে অভিনয় করছেন, যেখানে অর্কজ্যোতি ‘রেয়ান’ নামক নেতিবাচক চরিত্রে এবং পায়েল ‘আলো’ চরিত্রে অভিনয় করছেন। দর্শকেরা আগ্রহের সাথে অপেক্ষা করছেন এই জুটির নতুন রসায়ন দেখার জন্য।

অর্কজ্যোতি পাল চৌধুরীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায় যে, তিনি একজন খাদ্যপ্রেমী ও নৃত্যপ্রেমী। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি নিজেকে একজন শিল্পী, অভিনেতা, খাদ্যপ্রেমী, নৃত্যশিল্পী এবং কর্মপ্রেমী হিসেবে উল্লেখ করেছেন। সব মিলিয়ে তার ও অনুরাগী সংখ্যা নেহাৎ কম না। কিন্তু এরই মাঝে গতকাল চুপি সরে বিয়ে সেরেছেন অভিনেতা এমনটা জানা গিয়েছে।

আরও পড়ুনঃ টলিউডে নতুন হিরো উঠে আসতেই পারছে না! কিন্তু কেন? ইন্ডাস্ট্রির ভাগ্য নিয়ে বিস্ফোরক জিৎ!

তাদের এক বান্ধবী এদিন ফেইসবুকে নবদম্পতির ছবি শেয়ার করে লেখেন ,”লখিন্দরের লক্ষ্মীলাভ,শুভেচ্ছা অর্ক ও রাই”।ছবিতে অভিনেতাকে দেখা গিয়েছে সাদা সুট পড়ে আর তার স্ত্রীর পরনে ঝলমলে শাড়ি। দুজনেরই গলায় গোলাপের মালা, এবং মুখে চওড়া হাসি। অনুরাগীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন এই ছবি প্রকাশ্যে আসতেই। অভিনেতা ও অবশ্য এখনও নিজে কিছু জানান নি।

You cannot copy content of this page