শাড়ির আঁচলও তুলে দিয়েছে! সযত্নে প্রাক্তনের আঁচল বুকে আগলে রাখলেন দেব! বড়মার মন্দিরে দেব-শুভশ্রীর এই সম্মান-ভরা বন্ধুত্বকে কুর্নিশ জানাচ্ছে বাংলার মানুষ!

বুধবার দুপুরে নৈহাটির রাস্তায় উপচে পড়ল ভিড়, যেন শহর জুড়ে উৎসবের আমেজ। বহু প্রতীক্ষার পর দেব-শুভশ্রীকে (Dev-Subhashree) একসঙ্গে দেখার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন হাজারো ভক্ত। রং মিলিয়ে পরা পোশাকে “প্রাক্তন” জুটি যখন বড়মার দরবারে পৌঁছলেন, জনসমুদ্র তখন একসঙ্গে হাততালি ও স্লোগানে ফেটে পড়ল। দেব-শুভশ্রী মায়ের পায়ে প্রণাম করলেন, করজোড়ে প্রার্থনা করলেন, আর সেই মুহূর্তগুলো চিরকালের মতো বন্দি হয়ে গেল অনুরাগীদের মনে ও ক্যামেরার লেন্সে।

মন্দিরের ভিড়ে তাঁদের বন্ধুত্বের দৃশ্য ছিল সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। কখনও কানে কানে বিশেষ কথা, কখনও বা ভিড়ের মাঝে হাত বাড়িয়ে ভরসা দেওয়া, সবকিছুতেই ফুটে উঠল পেশাদারিত্বের সঙ্গে ব্যক্তিগত সম্মানবোধ। বিশেষ মুহূর্ত আসে যখন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শুভশ্রীর আঁচল নিজের বুকে আগলে রাখেন দেব, যাতে প্রাক্তন কোনও অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়েন। পরে আবার সেই আঁচল নিজ হাতে ফিরিয়ে দেন তাঁকেই।

এ যেন সম্মান আর যত্নের এক অনন্য উদাহরণ। দেবের এই সুরক্ষার হাতছানি শুধু শুভশ্রীর জন্য নয়, যেন ভক্তদের কাছেও এক বড় বার্তা— সম্মান সব সম্পর্কের ঊর্ধ্বে। জনসমুদ্রের ভিড় ঠেলে, হাত ধরে শুভশ্রীকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন দেব, যেন এক নীরব প্রতিশ্রুতি—“আমি আছি।” এই দৃশ্য দেখে সমাজ মাধ্যমে ভরে উঠল আবেগঘন মন্তব্যে। কারও মতে, এ দৃশ্য শুধু বড় পর্দায় নয়, জীবনের মঞ্চেও ব্লকবাস্টার।

টলিপাড়ার এই দুই তারকার একসঙ্গে মন্দিরে পুজো দেওয়া, পাশাপাশি বসা, হাসি ভাগ করে নেওয়া— সবই প্রমাণ করে দিল যে সময় বদলালেও তাঁদের পেশাদারিত্বের দৃষ্টান্ত বদলায়নি। রং মিলানো পোশাকে একসঙ্গে বসে প্রার্থনারত দেব-শুভশ্রী, এই ছবিগুলো ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। অনুরাগীদের স্লোগান, “দেব-শুভশ্রী বিউটিফুল, হলে হলে হাউসফুল” অনুরাগীদের এই উচ্ছ্বাসেরই প্রমাণ ‘দেশু’র সাফল্য।

আরও পড়ুনঃ “আমি নিজের চার পাশে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেছি” হঠাৎ কেন এত আবেগপ্রবণ হয়ে পড়লেন শ্রেয়া ঘোষাল?

তবে, ‘ধূমকেতু’কে ঘিরে ইতিমধ্যেই যে আলোড়ন উঠেছে, এই মন্দির সফরের পর তার তাপমাত্রা আরও বেড়ে গেল। বাংলা সিনেমার স্বার্থে অতীতের ব্যক্তিগত সমীকরণকে পাশে রেখে একসঙ্গে কাজ করার এই উদাহরণ ভক্তদের মনে দাগ কেটে দিল। শাড়ির আঁচলও তুলে দেওয়া— এই সম্মান, এই বন্ধুত্বকে কুর্নিশ বাংলার। বক্স অফিসে যে এই ছবি ঝড় তুলবে, সেই ভবিষ্যদ্বাণী এখন যেন আরও জোরালো হয়ে উঠেছে।

https://fb.watch/Btc9P7wFSJ/