বেহাল দশা বাংলায় ইন্ডাস্ট্রির? শুভশ্রীর সহ-অভিনেত্রী আজ বেকার! সংসার চালাতে আতর বিক্রি করছেন তিনি, নতুন লড়াই অভিনেত্রী বিনিতা গুহর!

থিয়েটার মঞ্চ থেকে ক্যামেরার সামনে— বিনিতা গুহর পথচলা একসময় ছিল স্বপ্নময়। নাম নেই থিয়েটার গ্রুপে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত অনবরত কাজ, মঞ্চেই নিজের প্রথম পরিচয় তৈরির লড়াই। তারপর ইউটিউবে কলকাতা টক ঝাল মিষ্টি-র অ্যাঙ্করিং করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যান তিনি। ২০১৯ থেকে ২০২২— এগুলো ছিল তাঁর কাজের ব্যস্ততম বছর।

এরপর অভিনয়ের পর্দায় একে একে খুলতে থাকে নতুন দরজা। চন্দ্রোদয় পাল পরিচালিত বিয়ের বিভ্রাট-এ অভিনয়, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, সঙ্গীত ভিডিও— সবখানেই নিজের উপস্থিতি স্পষ্ট করে তুলেছিলেন বিনিতা। ২০২১ সালে একাধিক বড় কাজ হাতে আসে। প্রেমেন্দু বিকাশ চাকীর পাকা দেখা, সোনি মিউজিকের মিলন হবে কত দিনে, ওয়েব সিরিজ নিসিদ্ধ-এ মুখ্য চরিত্র, লালু সং-এ লিড ডান্সার— একসময় টলিপাড়ার পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। নবাব নন্দিনী ধারাবাহিকে মেজো বৌ নীলিমা চরিত্রে অভিনয় করে দর্শকের আরও প্রশংসা কুড়িয়েছিলেন।

২০২৩ সালেও সাফল্যের ধারা থামেনি। লাভ ম্যারেজ ফিচার ফিল্মে অভিনয়, উৎসব রায়ের এ রাইড ইন ট্রেন-এ প্রোটাগনিস্ট হিসেবে প্রশংসা, এমনকি KIFF-এর স্ক্রিনেও জায়গা। এরপর মিউজিক ভিডিও কেন এবং আকাশ ৮-এর অনুরাধা সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম— অনেক কাজেই যুক্ত ছিলেন। ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ ছবিতেও দেখা যায় তাঁকে।

কিন্তু এই উজ্জ্বল যাত্রাপথ হঠাৎ থমকে যায়। কাজ কমতে কমতে একসময় একেবারেই বন্ধ হয়ে যায়। বিনিতার নিজের কথায়, সত্যিই কাজ পাচ্ছি না। অভিনয় করে সংসার চালানো আর সম্ভব নয়। চেষ্টা করেছি, কথা বলেছি, কিন্তু কিছুই নিশ্চয়তা দিচ্ছে না। অনিশ্চিত জগতে দাঁড়িয়ে বাস্তবের চাপ তাঁকে বাধ্য করে অন্য পথে হাঁটতে।

আরও পড়ুনঃ হতে চলেছে প্লট টুইস্ট? চিরসখা ধারাবাহিকে আবারও ফিরছে প্লুটো চরিত্র? শুটিং শুরু করলেন অভিনেতা পার্থ বেরা

এখন তিনি বিক্রি করছেন আতর। এক আত্মীয়ের তৈরি করা আদর ব্র্যান্ডের সাত রকম সুগন্ধির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন নিজের দায়িত্বে। দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে। ফেসবুকে নিজের হাতেই করছেন প্রচার। মনখারাপ আছে, আক্ষেপও আছে— শুভশ্রীর সহ-অভিনেত্রী হয়েও আজ হাতে কাজ নেই। তবু বিনিতা ভাঙেননি। তাঁর বিশ্বাস, কোন কাজই ছোট নয়। আর এই বিশ্বাস নিয়েই তিনি আবার শুরু করেছেন নতুন সংগ্রাম। আলো থেকে দূরে থাকলেও লড়াইয়ের দৃশ্যে তিনি আজও নায়িকা— নিজের জেদ এবং পরিশ্রম নিয়ে নিঃশব্দে এগিয়ে চলছেন সামনে।

You cannot copy content of this page