হতে চলেছে প্লট টুইস্ট? চিরসখা ধারাবাহিকে আবারও ফিরছে প্লুটো চরিত্র? শুটিং শুরু করলেন অভিনেতা পার্থ বেরা

‘চিরসখা’ ধারাবাহিকে প্লুটো চরিত্রে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন পার্থ বেরা। যদিও চিত্রনাট্যের কারণে খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায় সেই চরিত্র, তবু দর্শকের আগ্রহ ছিল প্লুটোকে আরও কিছুদিন দেখার। দীর্ঘ বিরতির পর অবশেষে ছোটপর্দায় ফিরছেন পার্থ। নতুন ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হতে চলেছেন তিনি।

এইবার ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিকে রানির জামাইয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। নতুন কাজ নিয়ে তাঁর উৎসাহ স্পষ্ট। পার্থ জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ভালো একটি চরিত্রের অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে সুযোগ এসেছে এবং সোমবার থেকেই তিনি শুটিং শুরু করেছেন। তাঁর আশা নতুন যাত্রা আগের মতোই সাফল্য বয়ে আনবে এবং দর্শকের সমর্থনও পাবেন।

মেদিনীপুরের ছেলে পার্থের জন্য এই পথচলা ছিল বেশ কঠিন। ছোট শহর থেকে কলকাতায় এসে জায়গা করে নেওয়া সহজ ছিল না তাঁর কাছে। তবু অভিনয়ের প্রতি টান তাঁকে এগিয়ে নিয়ে এসেছে। ২০২১ সালে প্রথম কাজের খোঁজে কলকাতায় আসেন তিনি। এর আগে মেদিনীপুরেই কলেজ জীবন শেষ করেন এবং শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরিবারে বাবা মা ও বোনের সমর্থন তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

আরও পড়ুনঃ “চার মাস বয়সে বসতে শিখে গিয়েছিল, পাঁচ, ছয় মাস থেকেই মা-বাবা বলত!” ইয়ালিনীর প্রশংসায় পঞ্চমুখ মা শুভশ্রী! ‘একটু পড়াশোনা করে ঢপ মারুন’ নায়িকাকে ক’টাক্ষ নেটপাড়ার

পার্থ জানান যে মেদিনীপুর থেকে আসার ফলে কখনও কখনও বিভিন্ন কটূক্তি শুনতে হয়েছে। অনেকেই তাঁর পটভূমিকে খোঁটা দিয়ে মন্তব্য করতেন। তবে এসব বাধা তাঁকে থামাতে পারেনি। বরং আরও দৃঢ় করেছে। তিনি নিজের পরিশ্রম ও অভিনয় দক্ষতার ওপর ভরসা রেখে এগিয়েছেন। প্লুটো চরিত্রে তাঁর অভিনয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।

এখন নতুন ধারাবাহিকে তাঁর চরিত্রও সমান গুরুত্বপূর্ণ। দর্শকের ভালোবাসা ও নিজের অধ্যবসায় নিয়ে আবারও ছোটপর্দায় ফিরছেন পার্থ। তাঁর আশা এই নতুন চরিত্র তাঁকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং তাঁর অভিনয়যাত্রা আরও সমৃদ্ধ হবে।

You cannot copy content of this page