‘মনে খুব কষ্ট ছিল…গুমরে গুমরে মরত’! অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ বিপ্লব চট্টোপাধ্যায়,কোন কষ্টের কথা বলছেন বিপ্লব?

সদ্য প্রয়াত হওয়া অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছেন না আর এক বলিষ্ঠ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। বিপ্লবের থেকে বয়সে অনেক ছোট ছিলেন অভিষেক। কিন্তু তাকে ‘তুই’ বলে সম্বোধন করতেন। অভিনেতার মৃত্যুর পর পুরনো স্মৃতি রোমন্থন করলেন বিপ্লব।

বয়সের দিক দিয়ে দাদা-ভাইয়ের সম্পর্ক হলেও আসল সম্পর্ক ছিল বন্ধুত্বের। আড্ডা ইয়ার্কি সব চলত।

মিরিকের একটি আউটডোরের স্মৃতি শেয়ার করলেন বিপ্লব। সেখানে ছিল প্রচন্ড ঠান্ডা। বিপ্লব গরম পোশাক নিয়ে যাননি। তাই অভিষেক সঙ্গে সঙ্গে নিজের কোট খুলে পরিয়ে দেন বিপ্লবকে। সেই ঠান্ডায় বিপ্লবের জীবন বাঁচানোর কথা মনে থাকবে অভিনেতার।

সদ্য স্মৃতি হাতরে বললেন অনেকটাই মোটা হয়ে গিয়েছিলেন অভিষেক। তাই তাঁকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। এমনকি বাড়িতে বউ-বাচ্চার কথাও মনে করিয়ে দিয়েছিলেন বিপ্লব। কিন্তু এত তাড়াতাড়ি অভিষেকের মৃত্যু মেনে নিতে পারছেন না বিপ্লব চট্টোপাধ্যায়।