Sourav Ganguly:স্ত্রী ডোনা গাঙ্গুলীর ভয়ে কানে বালিশ চাপা দিয়ে ঘুমান সৌরভ গাঙ্গুলী! দাদাগিরিতে ফাঁস হলো বেহালার বাড়ির গোপন রহস্য

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটা বাজলেই প্রশ্নোত্তর প্রিয় বাঙালি বসে পড়ে তাদের এই প্রিয় কুইজ শো দেখতে।সম্প্রতি দাদাগিরির একটি ছোট্ট প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা।

দাদাগিরিতে আসন্ন পর্বে চলবে পৌষ পার্বণ উৎসব। প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে পিঠে পায়েস খাবেন দাদা। আজ শনিবারেই হবে এই পৌষ পার্বণ উৎসব। সেখানে আসবেন বিখ্যাত সব সেলিব্রিটিরা।

তেমনই এক অভিনেতা তাকে নিজের জীবনের সমস্যার কথা এখানে জানান। তিনি বলেন যে তার বউ এত নাক ডাকেন যে তাকে বালিশ নিয়ে পাশের ঘরে চলে যেতে হয়। সেই সময় দাদা বলেন যে তাকেও ডোনার জন্য পাশের ঘরে চলে যেতে হয় মাঝে মাঝে।অর্থাৎ সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী এমন মাঝে মাঝে নাক ডাকেন তার জন্য দাদাকে বাধ্য হয়ে অন্য ঘরে শুতে চলে যেতে হয় এরকমটাই আকারে-ইঙ্গিতে বোঝালেন মহারাজ। যা শুনে সেটে উপস্থিত সকলে অট্টহাসিতে ফেটে পড়ে।

আপনিও দেখুন সেই মজাদার প্রোমো:

You cannot copy content of this page