‘ধুমকেতু ২’ না করার সিদ্ধান্ত নিলেন দেব! বড়দিনের ছবি ‘প্রজাপতি ২’ ও ‘লহ গৌরাঙ্গের নাম রে’ বিতর্কের জেরেই রানা সরকারের সঙ্গে কাজে না দেবের? নাকি শুভশ্রীর সঙ্গে তিক্ততার রেশেই আর সিনেমা করবেন না নায়ক?

গত ২৫শে ডিসেম্বর, মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘প্রজাপতি ২’ (Prajapati 2)। মুক্তির আগে হলে শো পাওয়া নিয়ে কিছু সমস্যা দেখা গেলেও, মুক্তির পরে প্রথম দিন থেকেই হলগুলো হাউসফুল। মেগাস্টার দেবের (Dev) প্রতি তার ভক্তদের উত্তেজনা সবারই জানা। এদিন একদিকে দেবের ছবির রিলিজ, অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিও মুক্তি পেয়েছে। যদিও ‘প্রজাপতি ২’-এর সঙ্গে এই ছবি প্রতিযোগিতা করতে পারেনি। তবে, ভিন্ন ছবি হলেও, একই সময়ে দেব-শুভশ্রীর উপস্থিতি আজও দর্শকদের উন্মাদনা বাড়ায়।

এদিকে কিছুদিন আগে ‘ধুমকেতু’ ছবি নিয়ে দুই তারকার মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছিল, এখন অনেকটা শান্ত হয়ে গেছে। প্রসঙ্গত, এই বছর আগস্ট মাসে ‘ধুমকেতু’ রিলিজের পর, ১০ বছর পর ‘দেশু’ একসঙ্গে পর্দায় আসার আনন্দে ভক্তরা খুশি হলেও, বেশ কিছু ব্যক্তিগত মন্তব্যের কারণে দেব-শুভশ্রী সম্পর্ক আবার তিক্ত হয়ে যায়। তবে সম্প্রতি, পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে দেব-শুভশ্রী একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এরপরেই দেব একরকম স্পষ্ট করে দেন যে, ব্যক্তিগত জীবনে কোনও ধরনের বিরোধ বা মতবিরোধ রাখা উচিত নয়।

দেব আরও জানান, এই ধরনের ছোট্ট ইন্ডাস্ট্রিতে একে অপরের সঙ্গে ঝামেলা বাড়ানোর কোনও মানে নেই। জীবনের অনিশ্চিয়তা নিয়েও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল বেশ পরিষ্কার। তিনি বলেন, সব সমস্যা মিটে গিয়েছে শুভশ্রীর সঙ্গে। দুজনেই নিজেদের মতো করে ভালো আছেন এখন। উল্লেখ্য, এক সময় ‘ধুমকেতু’ ছবির মুক্তির পর, প্রযোজক রানা সরকার বলেছিলেন খুব তাড়াতাড়ি ‘ধুমকেতু ২’ আসবে। কিন্তু দেব সেই আশার জল ঢেলে দিয়েছেন! সম্প্রতি যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি সোজাসাপ্টা উত্তর দেন, “এখানেই শেষ!

আর ‘ধুমকেতু ২’ আসবে না। রানাদা অনেক বেশি কথা বলে, আর এটাই তার প্লাস পয়েন্ট। সে অনেক স্বপ্ন দেখে, কিন্তু সবটা বাস্তবে আসবে না। আমি আর ‘ধুমকেতু ২’ করবো না!” এর মানে, দেব স্পষ্টতই জানিয়ে দিলেন যে তিনি আর এই সিক্যুয়েলের অংশ হতে চান না। এমনকি রানা সরকারের যে খোলামেলা বক্তব্য, “খুব তাড়াতাড়ি ‘ধুমকেতু ২’ আসবে”, সেগুলি যে হয়তো কিছুটা অবাস্তব, তা বোঝাতে দেব আরও জানান, ‘ধুমকেতু’ থেকে দ্বিতীয় ছবির জন্য তার আর কোনও আগ্রহ নেই। তাঁর ভাষায়, “সব কিছু শেষ হয়ে গেছে। সিনেমা চলতে থাকবে, কিন্তু আমি আর তার মধ্যে ফিরে যাব না।”

আরও পড়ুনঃ বস্তির ১০/৮-এর ঘুপচি ঘর থেকে আলো ঝলমলে পর্দায়, হাল ছাড়েননি অভিনেতা শুভজিৎ কর! নিজের লড়াইকে স্ট্রাগল নয়, শেখার পথ বলেই মানেন তিনি! জানেন, কেমন ছিল তাঁর অভিনেতা হয়ে ওঠার অসম্ভব যাত্রা?

এই ঘোষণা সত্যিই অনেক ভক্তদের হতাশ করেছে, কারণ দেব-শুভশ্রী একসঙ্গে আসলেই পর্দায় বিশেষ কিছু জাদু দেখাতে পারতেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের পিছনে কি শুধুই ব্যক্তিগত মনোভাব কাজ করেছে, না কি আরও কিছু কারণ ছিল? যেহেতু দেবের জনপ্রিয়তা বরাবরই আকাশ ছোঁয়া, ‘ধুমকেতু ২’ না করার পেছনে কোনও গোপন কারণ থাকতে পারে কি? এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি, তবে এখন দেব নিজের মতো করেই কাজ করতে চাইছেন এবং কখনই জোর করে কিছু করতে চান না বলেই জানিয়েছেন।

You cannot copy content of this page