ফেসবুক লাইভে বি’স্ফোরক অভিযোগ থেকে ঘুমের ওষুধ খেয়ে আ’ত্মহ*ত্যার চেষ্টা! ভেঙে পড়েও হার মানেননি, এবার বড়পর্দায় দেবলীনা নন্দী! দেখা যাবে কোন ছবিতে?

সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের দুঃসময়ের কথা অকপটে জানিয়েছিলেন গায়িকা দেবলীনা নন্দী। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি মানসিকভাবে ভেঙে পড়ার কথাও বলেন। শো থেকে ফেরার পথে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন তিনি। সৌভাগ্যবশত দ্রুত চিকিৎসার ফলে প্রাণে বেঁচে যান দেবলীনা। পিজি হাসপাতাল তথা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন তিনি সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই শিল্পী। কদিন আগেই একটি শো করে তিনি আবার মঞ্চে নিজের উপস্থিতি জানান দেন। পুরনো ছন্দে ফিরতে দেখে অনুরাগীরাও ভীষণ খুশি। এবার তাঁর জীবনে এসেছে আরও বড় সুখবর। প্রযোজক রাণা সরকারের আসন্ন ছবি গুনগুন করে মহুয়া তে কণ্ঠ দিতে চলেছেন দেবলীনা। সমাজমাধ্যমে রাণা সরকারের পোস্ট থেকেই এই ইঙ্গিত মিলেছে, যা দেখে শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর অনুরাগী মহল।

এই ছবিতে প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতির জন্য চলছে ওয়ার্কশপ। রাণা সরকারের পোস্টে অঙ্কিতার পাশে দেবলীনাকে দেখা যাওয়ায় নেটিজেনরা সহজেই পুরো বিষয়টি বুঝে নিয়েছেন। অনেকেই মনে করছেন, দীর্ঘ মানসিক চাপের পর এমন একটি সুযোগ দেবলীনাকে নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি দেবে।

লাইভে দেবলীনা জানান, তিনি চার পাতা ঘুমের ওষুধ খেয়েছিলেন এবং সেই ছবি বন্ধু অভিনেতা সায়ক চক্রবর্তীকে পাঠান। সায়ক দ্রুত উদ্যোগ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে যাঁরা সায়ককে কটাক্ষ করছেন, তাঁদেরও কড়া জবাব দিয়েছেন দেবলীনা। তিনি স্পষ্ট বলেছেন, সায়ক তাঁর অত্যন্ত ভাল বন্ধু এবং দায়িত্ব নিয়ে তাঁকে বাঁচিয়েছেন।

আরও পড়ুনঃ কুপ্র’স্তাবের অভিযোগ থেকে বিতর্কে একসময় উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া! সেই অধ্যায় ছাপিয়ে এবার একসঙ্গে কাজ ঋজু বিশ্বাস ও অলকানন্দার! মিউজিক ভিডিওতে ধরা দেবেন জুটিতে?

সবকিছুর পরেও দেবলীনা জানিয়েছেন, তিনি এখনও স্বামীর অপেক্ষায় রয়েছেন। এত বড় ঘটনার পরও স্বামী তাঁকে দেখতে বা ফোন করতে আসেননি বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। দেবলীনাদের মতে, ভালবাসা এখনও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তবুও জীবনের এই কঠিন সময় পেরিয়ে তিনি আবার সুরের জগতে ফিরছেন, নতুন অধ্যায়ের পথে এগিয়ে চলেছেন আত্মবিশ্বাস নিয়ে।

You cannot copy content of this page