দেবের নায়িকারও লক্ষ্মীর ভান্ডার রয়েছে? পেয়েছেন কন্যাশ্রী প্রকল্পের টাকাও! নায়িকার নাম শুনলে চমকাবেন

বাঙালি নায়িকা হিসেবে নতুন নজির গড়ছেন তিনি। ২০১৯ সালে কালার্স বাংলার আরব্য রজনী ধারাবাহিকছর মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন এই নায়িকা। এরপর অবশ‌্য টেলিভিশনে একের পর এক ধারাবাহিকে নিজের অভিনয়ের সাহায্যে তৈরী করেছেন পরিচিতি। বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি তিনি অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালে হিমেল আশরাফ এর পরিচালিত প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খানের বিপরীতে ইধিকা আত্মপ্রকাশ করেছিলেন সিনেমা জগতে। এই চলচ্চিত্র নায়িকাকে সাহায্য করেছিল নিজের অভিনয় পরিচিতি পাকা করার জন্য। দর্শক মহলে সারা ফেলে দিয়েছিল এই বাংলাদেশী চলচ্চিত্র।

চলতি বছরের ২০শে ডিসেম্বর মুক্তি পেয়েছে খাদান যেখানে দেবের বিপরীতে দেখা যাচ্ছে ইধিকাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কন্যাশ্রী পাওয়ার দাবি করেছেন তিনি। সাক্ষাৎকার হঠাৎ করে তাকে লক্ষ্মী ভান্ডার বা কন্যাশ্রী পেয়েছেন কিনা জিজ্ঞাসা করায় তিনি বলেন যে লক্ষী ভান্ডার এর কথা না জানলেও কন্যাশ্রী তিনি পেয়েছেন স্কুল ছাড়ার সময়। যা শুনে রীতিমতো দর্শক হতবাক হয়েছেন, দেবে এর নায়িকার কন্যাশ্রী পাওয়ায়।

এই সাক্ষাৎকারেই দেবকে তিনি একটি গান ডেডিকেট করেন যা দেব এরই সিনেমার। রংবাজ সিনেমার ‘ও মধু’ গানটি তিনি দেবকে নিবেদন করেন। এরপরেই তিনি বলেন যে এই গানটি নিবেদন করার নাকি একটি বিশেষ কারণ রয়েছে যা চলচ্চিত্রটি দর্শক দেখলে তবেই বুঝতে পারবেন। এই বক্তব্যের পরই শোরগোল পড়েছে ভক্তমহলে। কি কারণ থাকতে পারে দেব কে বিশেষ করে এই গানটি নিবেদন করার পিছনে?

Bengali actress

আরও পড়ুনঃ জি-জলসার হাড্ডাহাড্ডি টক্কর! টিআরপির কঠিন লড়াইয়ে বাজিমাত করলো কারা?

যদিও দেবের “খাদান” সিনেমার নায়িকা ইধিকা পালকে নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, তবে এখন পর্যন্ত তেমন বড় কোনো কন্ট্রোভার্সি নেই। সিনেমার প্রচারের সময় দেব ও ইধিকা পাল একসঙ্গে উপস্থিত ছিলেন, এবং তাঁদের সম্পর্ক নিয়ে কোন‌‌ও বিশেষ গুঞ্জন উঠে নি। তবে, ছবির প্রচারে কিছুকিছু গুঞ্জন ও সামাজিক মিডিয়ায় আলোচনা হয়েছে, বিশেষত রুক্মিণী মৈত্র ও দেবের সম্পর্কের দিকে নজর পড়েছে। ইধিকা পাল এখনো নিজের ক্যারিয়ারের প্রথম দিকে রয়েছেন, এবং এর আগেও কয়েকটি ছোট ছোট বিতর্কের শিকার হয়েছেন। তবে, এই সিনেমা নিয়ে কোনো বড় কন্ট্রোভার্সি এখনও শোনা যায়নি।

You cannot copy content of this page