‘আমাদের না হয় বেশি হল পাওয়ার যোগ্যতা নেই, তা বলে একটা মাত্র শো‌ দর্শকরা দেখতে পাবেন না?’ দেব ভক্তদের হুল্লোড়ে ক্ষোভ প্রকাশ মানসীর

শীতের মরশুম যেমন কেক খাওয়া, পিকনিক করা, ঘুরতে যাওয়ার আনন্দ নিয়ে আসে তেমন‌ই এই শীতে দর্শকদের নির্ভেজাল আনন্দ দিতে পর্দায় মুক্তি পায় একাধিক সিনেমা। আর শীতকালীন ছুটির কারণে দারুণ ব্যবসা করে সিনেমা হলগুলি।‌ চলতি বছরেও তার অন্যথা হয়নি।

একেবারে চলতি শীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে বাংলায় শুরু হ‌ওয়া একাধিক সিনেমা। গতকাল অর্থাৎ ২০শে ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে চার চারটি বাংলা সিনেমা। ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘৫ স্বপ্নময় লেন’। অন্যদিকে মহা ব্লকবাস্টার ছবি হয়ে পর্দা কাঁপাচ্ছে ‘পুষ্পা ২’। অন্যদিকে লড়াই করছে এই চার বাংলা সিনেমা।‌

Manashi Sinha

কিন্তু অন্যান্য সবার মধ্যে এগিয়ে রয়েছে ‘খাদান’। আসলে দেবের বিপুল সংখ্যক ভক্ত- অনুগামীরা মাতিয়ে দিয়েছেন এই সিনেমা। হ‌ই হট্টগোল, চেঁচামেচি, সিটির আওয়াজে জেরবার বাংলার পোড় খাওয়া অভিনেত্রী তথা নতুন পরিচালক মানসী সিনহা। আর এবার সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানসী দেবী।

আরও পড়ুনঃ দুরন্ত সাফল্য! সোনু সুদের হাত থেকে নিজের অভিনয়ের জন্য পুরস্কার পেলেন তৃণা সাহা, আপ্লুত নায়িকা

manashi sinha fb post

এদিন ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, “না হয় আমাদের ছবির বেশি প্রেক্ষাগৃহ পাওয়ার যোগ্যতা নেই। না হয় আমাদের ‘ফ্যান ক্লাব’ নেই। না হয় আমাদের বাজনা বাজানোর মতো টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও কি নেই?” নতুন পরিচালিকা আরও লেখেন, “আজকে স্টার থিয়েটারে মর্নিং শোয়ে শেষের একটু আগে পৌঁছে দেখি, ওরে বাবা কী আওয়াজ! ভক্তেরা নাচছেন। নিশ্চয় নাচবেন। পছন্দের নায়কের ছবি বলে কথা। তাই বলে, ভিতরে যে একটা অন্য ছবিও দেখানো হচ্ছে, তার কথা ভাববেন না? এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগল। হল কর্তৃপক্ষ কী করতে পারেন, যদি আমরাই পরস্পরের কথা না ভাবি?” বাংলা সিনেমার নির্মাতাদের ক্ষেত্রে বারবার একে অপরের প্রতি অসহযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ উঠেছে। আর মানসীর পোস্টে তা আবার প্রমাণ পেলো।

You cannot copy content of this page