কিছুদিন আগেই প্রাক্তন সায়ন্তকে উচিত শিক্ষা দিয়েছেন! এবার প্রকাশ্যে দেবচন্দ্রিমার মনের মানুষ! কে সেই বিশেষ পুরুষ?

আজকালকার দিনে ট্রেন্ড শব্দটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আর, এখনকার সমাজে সোশ্যাল মিডিয়া (Social Media) থাকার দরুন রোজ কিছু না কিছু ট্রেন্ড হতেই থাকছে। আর, এই ট্রেন্ডেই গা ভাসাচ্ছে আপামোর জনতা।

বর্তমানে, সমাজ মাধ্যমের ট্রেন্ড হল ঘিবলি আর্ট। AI-এর যুগে এই আর্টের মাধ্যমে যে কোনো ফটোকে অ্যানিমেটেড ছবিতে রূপান্তরিত করা যাবে। আর, আর্টের সুযোগের সদব্যবহার করছে অনেকেই। ইতিমধ্যেই, এই ট্রেন্ডে মেতে উঠেছে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ।

আর এই ট্রেন্ডকে হাতিয়ার বানিয়ে টেলি পাড়ার জনপ্রিয় এক অভিনেত্রীর কিছু গোপন ছবি প্রকাশ্যে এলো। অভিনেত্রীর নাম দেবচন্দ্রিমা সিংহ রায়। যা দেখে অভিনেত্রীর অনুরাগীদের প্রাথমিক অনুমান, তিনি কি এখন কোনো নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন?

প্রসঙ্গত, কিছুদিন আগে সমাজ মাধ্যমে প্রেম সংক্রান্ত বিষয়ে অভিনেতা সায়ন্তু মোদকের বিরুদ্ধে টলিউডের তিন এমন কিছু মন্তব্য প্রকাশ করে যা একেবারেই ইতিবাচক ছিল না। সেই তিন অভিনেত্রীর মধ্যে অন্যতম ছিল দেবচন্দ্রিমা। কিন্তু, এখন এই ঘিবলী’র হাত ধরে অভিনেত্রী বেশ কয়েকটি ফটো পোস্ট করে ইন্সটাগ্রামে।

পোস্ট করা ফটোতে দেখা যাচ্ছে একটি জুটি মুখোমুখি দাঁড়িয়ে সেলফি তুলছে। আবার আরেকটিতে দেখা যাচ্ছে, মেয়েটি তাকিয়ে ছেলেটির দিকে আর ছেলেটি তাকিয়ে ক্যামেরার দিকে। অন্য একটি ফটোতে দেখা যাচ্ছে, দুটি সারমেয়র সঙ্গে বিছানায় শুয়ে একটি ছেলে। এই ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ঘিবলি না বুঝেই আমাদের সাহায্য করল মন খুলে সব পোস্ট করতে। ইফ ইউ নো, ইউ নো”।

আরও পড়ুনঃ পাহাড়ে মরণফাঁদ! স্বস্তিককে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে গীতা! নায়িকার মৃত্যুতেই কী শেষ হচ্ছে ‘গীতা এলএলবি’?

দেবচন্দ্রিমার পোস্ট করা এই ছবি দেখে অনেকেই মনে করছেন তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন। বলাই বাহুল্য, সায়ন্ত মোদকের সঙ্গে অভিনেত্রীর আজ প্রায় চার বছর হল সম্পর্কে যবনিকা পড়েছে। তাই, পিছুটানও নেই বললেই চলে। অন্যদিকে আবার অভিনেত্রী টলিউডের গন্ডি পেরিয়ে পা রেখেছেন বলিউডের ছোটপর্দায়। তবে, কি বলিউডের কোনো শিল্পী হয়েছেন অভিনেত্রীর মনের মানুষ? নাকি কেবলই সেই বিশেষ ব্যক্তিকে আড়ালে রাখার জন্য অবলম্বন করলেন এই নতুন ট্রেন্ড?