পাহাড়ে মরণফাঁদ! স্বস্তিককে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে গীতা! নায়িকার মৃত্যুতেই কী শেষ হচ্ছে ‘গীতা এলএলবি’?

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘গীতা এল এল বি’তে (Geeta LLB) চলছে রুদ্ধশ্বাস পর্ব। এই গল্পে একের পর এক চমকই দর্শকদের দিনে দিনে আগ্রহ বাড়িয়ে তুলছে। ধারাবাহিকের শুরু থেকে প্রায় প্রতিটা আইনি কেসেই দেখা গেছে জিত হয়েছে গীতার।

তবে, এখন গল্পের নানান চমকই আসন্ন দিনে নিয়ে আসছে দুর্দান্ত মোড়। আগামী দিনে ধারাবাহিকে দেখা যাবে গীতা তাঁর স্বামীকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদের সম্মুখীন হবে।

Geeta LLB Episode 12 September Update

এই ধারাবাহিকের পক্ষ থেকে প্রকাশ পাওয়া নতুন প্রোমো তে দেখা যাচ্ছে একজন ফোন করে গীতাকে বলছে, ‘সাবধান! স্বস্তিক মুখার্জিকে কিন্তু খুন করা হবে’। আর এই শুনেই গীতা পৌঁছে গেছে পাহাড়ে তার স্বামীকে বাঁচাবে বলে।

আর এই প্রমোর অন্য দৃশ্যে দেখা যাচ্ছে, গীতা এবং তার স্বামীর জন্য মরণ ফাঁদ পেতেছে কৃপণ এবং গিনি মুখার্জি। পদ্ম গীতাকে বাঁচানোর জন্য পিছন থেকে ডাকলেও এমন সময় গীতাকে রীতিমতো পাহাড়ের খাদে ঠেলে ফেলে দেয় কৃপণ।

আরও পড়ুনঃ “আমার মন বলছে এখনই রিলিজ হবে না ধূমকেতু!” শুভশ্রীর সঙ্গে ছবি মুক্তিতে অস্বস্তিতে দেব?

এই প্রমো দেখে অনেক দর্শকদেরই ধারণা, গীতার মৃত্যুর মাধ্যমেই কি শেষ হতে চলেছে দীর্ঘমেয়াদি ধারাবাহিক? নাকি, গল্পের এমন মোড় থেকেই শুরু হবে সিরিয়ালের আরেক নতুন অধ্যায়?