দাদাগিরির এমন নাম কীভাবে হলো? খুদের উত্তর শুনে অবাক সৌরভ

এ নিয়ে দাদাগিরির নবম সিজন চলছে। প্রতি মরসুমেই দাদাগিরি দুর্দান্ত জনপ্রিয় হয়েছে। এবারও তার অন্যথা হয়নি। বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী একেবারে দাপিয়ে অন্য মেজাজে সঞ্চালনা করছেন এই রিয়েলিটি শোয়ের। সেলিব্রিটি ছাড়াও সাধারণ মানুষের নারে মজার এবং উৎসাহমূলক নিয়েই এই রিয়েলিটি শো। সরস্বতী পুজোর স্পেশাল এপিসোডে দাদার সঙ্গে একই মঞ্চে হাজির ছিল ছয় খুদে প্রতিযোগী। তার সঙ্গে বেশ মজার ছলে আড্ডা দিলেন দাদা।

সেই খুদের উদ্দেশ্যে দাদা প্রশ্ন করেন দাদাগিরির এমন নাম কিভাবে হল সে জানে কিনা। উত্তরে প্রথমেই সে বলে দাদা একজন ফুটবলার ছিল। সৌরভ নিজেও প্রথমে অবাক হয়ে গেলেও হেসে সেই উত্তর মেনে নেন। আট বছর বয়সে নাকি দাদা তাঁর ব্যাট বল, ক্রিকেটের সব সামগ্রী চুরি করে হয়ে যান ক্রিকেটার। চুরি শব্দ শুনে হতবাক সৌরভ কিন্তু বেশ মজার ছলে তিনি মেনে নিলেন সেই খুদের কথা। দাদার ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলা শুরু বলেই তাঁর নাম দাদা আর তার সঙ্গে যোগ হল গিরি। আর এভাবেই নাকি তৈরি হলো দাদাগিরি নাম। এই উত্তর শুনে শুধু দাদা নন, উপস্থিত দর্শকরাও হেসে ওঠে।

৬ ছোট্ট প্রতিযোগীকে নিয়ে বেশ হয়রান হয়ে গেছিলেন দাদা। তবে সেই এপিসোড বেশ চুটিয়ে এনজয় করেছেন তিনি তা তাঁর অঙ্গভঙ্গিতে প্রকাশ পেয়েছে।