সৌমিত্র,সব্যসাচী,টোটার পর বাঙালি পাচ্ছে নতুন ফেলুদা! এই অভিনেতাকে আগামী ছবির ফেলুদা চরিত্রে নিচ্ছেন সন্দীপ রায়

আবার বাঙালির হৃদয়ে ঝড় বয়ে যাবে। অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চ নিয়ে আবার আসছে ফেলুদা। পরিচালনায় সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের লেখা হত্যাপুরী গল্পটিকে রূপ দেওয়া হবে সিনেমার পর্দায়। জল্পনা এবার এক অন্য ফেলুদাকে দেখা যাবে পর্যায়। কে তিনি?

ফেলুদা চরিত্রটি শুধুমাত্র একটি চরিত্র নয়, বাঙালির আবেগ। তাই অ্যাডভেঞ্চারপ্রিয় বাঙালিদের কাছে এই চরিত্রটি কে সঠিক ভাবে ফুটিয়ে তোলা বেশ গুরুত্বপূর্ণ এবং জটিল। তবে পর্দায় অনেকেই এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সফল হয়েছেন এ যাবৎ। আবার অনেককে সরিয়ে দিয়েছেন বাঙালি দর্শকরা। এবার নতুন ফেলুদা কে হবেন তা নিয়ে বেশ জল্পনা চলেছে।

অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরীকে টপকে এবার উঠে এলো ইন্দ্রনীল সেনগুপ্তের নাম। শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে নতুন ফেলুদা হচ্ছেন ইন্দ্রনীলই। যদিও পরিচালক নিজে এই বিষয়ে এখনো মুখ খোলেননি।

 

View this post on Instagram

 

A post shared by SVF (@svfsocial)

এবার ফেলুদা ও তোপসের সঙ্গে দেখা মিলবে জটায়ুর। বাঙালির কাছে এই চরিত্রটি লালমোহনবাবুকে ছাড়া মানায় না।

কিন্তু এবার তোপসে এবং লালমোহন কে হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত এবার পুরীতে দলবল নিয়ে রহস্যের সমাধান করবে ফেলুদা। একটি প্রাচীন পুঁথিকে কেন্দ্র করে ঘনাবে রহস্য যার জট খুলবে ফেলুদা নিজে।

You cannot copy content of this page