ভাঙতে চলেছে জিতু নবনীতার সম্পর্ক? ‘পাগল নাকি?’ হেসে উড়িয়ে দিলেন জনপ্রিয় দম্পতি

সামনে প্রেমের দিবস আর এই আমেজের মধ্যেই টলিপাড়ায় জোর গুঞ্জন যে ভাঙতে চলেছে জিতু নবনীতার সম্পর্ক। বিষয়টি এতটা গভীরে চলে গেছে যে আইনত বিচ্ছেদের পথে নাকি রয়েছেন তাঁরা। এদিকে এই কথা বড় পর্দার সত্যজিৎ অর্থাৎ জিতু নিজেই নাকি জানিয়েছেন।

তাই এখন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ফটোশুট করতেও রাজি নন। সম্প্রতি এক বিশেষ সিনেমা উপলক্ষে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক জানান যে তিনি মনঃসংযোগের জন্য আলাদা থাকছেন।

তবে এই বিষয়ে আবার সেই সংবাদমাধ্যম নায়কের সঙ্গে যোগাযোগ করলে তিনি সব গুজব হেসে উড়িয়ে দিয়ে বলেন যে তিনি এবং তাঁর স্ত্রী নবনীতা খুব তাড়াতাড়ি কাশ্মীর ঘুরতে যাচ্ছেন। অনীকের ছবির শ্যুট শেষ হতেই দম্পতি বেড়াতে যান। তারপর দিদি নাম্বার ওয়ানে দেখা যায় এই জুটিকে। সেই সময় একে অপরের ভূয়শী প্রশংসা করেন জিতু ও নবনীতার মা মঞ্চে। কিন্তু তারপরেও কী করে গুঞ্জন শুরু হলো তাঁদের বিচ্ছেদের?

এদিকে নিজেদের বিচ্ছেদের খবর তিনি সংবাদমাধ্যম থেকে জেনেছেন বলে জানান জিতু। তিনি বলেন এর আগেও একবার তাঁদের বিচ্ছেদের খবর রটে গিয়েছিলো। এবারও একই জিনিস ঘটেছে। তাই এখন তিনি এবং তাঁর স্ত্রী নবনীতা এই বিষয়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন। এমনকি শুধু তাঁরা নন জিতুর শাশুড়িও এ বিষয়ে বিশেষ প্রতিক্রিয়া এখন আর দেন না।

এদিকে একটি সিরিয়ালে নাকি তাঁদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল যা নাকচ করে দিয়েছেন জিতু। নবনীতা বলেন মহাপীঠ তারাপীঠ- এর শুটিং এখনো চলছে। তাই একটি ধারাবাহিক চলাকালীন অন্য ধারাবাহিকের শুটিং করা তাঁর পক্ষে সম্ভব নয়। আর অভিনেতা বলেন সামনে তিনি এক বড় ছবির প্রচারে নামতে চলেছেন। এই সময় ধারাবাহিকে কাজ করলে তাঁর ভাবমূর্তি নষ্ট হতে পারে।

You cannot copy content of this page