ভাই-বোনের সম্পর্ক মানেই ভালোবাসা, অভিমান আর মিষ্টি টানাপোড়েনের এক চিরচেনা গল্প। সেই অনুভূতিগুলোকেই পর্দায় জীবন্ত করে তুলেছে কোয়েল মল্লিক (Koel Mallick) অভিনীত নতুন ছবি ‘স্বার্থপর’ (Sharthopor)। ভাইফোঁটার দিনই মুক্তি পেয়েছে এই ছবি, আর দর্শকের মধ্যে উচ্ছ্বাস এখনও কমেনি তাকে ঘিরে। ছবিতে কোয়েলের দাদার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, আর তাঁদের সম্পর্কের উত্থান-পতনের রসায়নেই ফুটে উঠেছে প্রতিটি বাঙালি পরিবারের এক টুকরো বাস্তবতা— যেখানে ভালোবাসার সঙ্গে মিশে থাকে রাগ, অভিমান, আবার ফিরে আসে মিলনের মুহূর্তও।
বাস্তব জীবনে কোয়েল মল্লিক শুধু টলিউডের অন্যতম সফল নায়িকা নন, তিনি একজন দায়িত্ববান মা! ছেলে কবীরের পর কন্যা কাব্যকে নিয়ে এখন তাঁর সংসার পূর্ণতা পেয়েছে। এই দুর্গাপুজোতে প্রথমবার তাঁদের কন্যাসন্তানের সঙ্গে আলাপ করিয়েছেন সবার। মা হিসেবে নিজের অভিজ্ঞতা আর সন্তান পালনের দর্শনও মাঝে মাঝেই শেয়ার করেন কোয়েল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জানতে চাওয়া হয় যে, যেমন এই ছবিতে ভাই বোনের মধ্যে প্রথমে একটা মিষ্টি সম্পর্ক তুলে ধরা হয়েছে।
তারপর কিছু ভুল বোঝাবুঝি এবং মান অভিমান নিয়ে সেই সম্পর্ক সেটা তিক্ততার জায়গায় পৌঁছে যায়। সেই ক্ষেত্রে এই ছবি যেমন আমাদের আয়না দেখায়, ঠিক তেমন ব্যক্তিগত পরিসরেও কোয়েল ঠিক কীভাবে তার দুই সন্তানকে অন্তর দর্শন করায়? কোয়েল বলেন, “কোনও ভুল করে সরি বলা আর অন্তর থেকে অনুতপ্ত হওয়া বা সেই সরিটা ফিল করার মধ্যে একটা বড় পার্থক্য আছে। আমি কখনও আমার সন্তানদের সরি বলতে বলি না। আমি শুধু জানতে চাই তারা অন্তর থেকে অনুতপ্ত কিনা।
এরপর কিছুটা ভাবনা চিন্তা করে তারা নিজেরাই সরি বলে।” তাঁর মতে, সন্তানদের বড় করে তুলতে গেলে শুধু ভালো-মন্দ শেখানোই নয়, শেখাতে হবে আত্মসম্মান এবং আত্মবিশ্বাসও। সন্তানকে মূল্যবোধের সঙ্গে বড় করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি। কোয়েল আরও বলেন, “একটা পরিবারে সব মানুষ যেমন রূপে-গুনে সমান হয় না, তাদের ভাবনা-চিন্তাও কিন্তু বিস্তর ফারাক থাকে। সন্তানদের ক্ষেত্রেও অভিভাবকদের অহেতুক তুলনা করা বন্ধ করতে হবে।
ছোট থেকেই তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে যে, অভিভাবক হিসেবে আমরা দুই সন্তানকেই সমান গুরুত্ব দিচ্ছি বা ভালোবাসছি। পাড়া-প্রতিবেশী, স্কুল সব জায়গাতেই তাদের তুলনা করা হবে। কিন্তু অভিভাবকদের কাছ থেকে আশ্বাস পেলে, সেই তুলনাগুলো তাদের কানে পৌঁছাবে না। আমি নতুন মা-বাবাদের অনুরোধ করছি যুগ পরিবর্তন হচ্ছে, আমরা আমাদের ভাবনাগুলো পরিবর্তন করি!” আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় যেখানে শিশুরা জন্ম থেকেই তুলনার ভারে চাপা পড়ে যাচ্ছে, সেখানে একজন মা হিসেবে কোয়েলের এই দৃষ্টিভঙ্গি অনন্য।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই! ‘পরিণীতা’ ছিনিয়ে নিল সাপ্তাহিক মুকুট! কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর ‘পরশুরাম’-এর সঙ্গে! পিছিয়ে নেই ‘রাঙামতি’ও! দর্শকের ভোটেই জমে উঠেছে ছোটপর্দার প্রতিযোগিতা!
তিনি সন্তানদের শুধু ভালো মানুষ নয়, আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল মানুষ হিসেবেও গড়ে তুলতে চান। ‘স্বার্থপর’-এর গল্প যেমন বাস্তব জীবনের প্রতিফলন, তেমনি কোয়েলের এই ব্যক্তিগত ভাবনাগুলিও সেই বাস্তবেরই অংশ। একদিকে পর্দায় ভাই-বোনের সম্পর্কের সংবেদনশীলতা তুলে ধরেছেন তিনি, অন্যদিকে জীবনের মঞ্চে মা হিসেবে শিখিয়ে দিচ্ছেন ভালোবাসা, সহানুভূতি আর মনের গভীর অনুশোচনার মূল্য। তাই কোয়েল মল্লিক আজ শুধু একজন নায়িকা নন— তিনি এক জীবন্ত উদাহরণ, যিনি নিজের জীবনকেই শিক্ষার পাঠ্য করে তুলেছেন।






