বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির সবাই এখন এক একজন ফ্যাশন আইকন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন নিজের কাছের ও পছন্দের তারকাদের সরাসরি ফলো করে যোগাযোগ করতে পারেন।
তারকারাও এটা বেশ পছন্দ করেন। তাঁরাও হতাশ করতে চান না তাঁদের অনুরাগীদের। তাই নিত্য নতুন ভাবে তাঁদের নিজেদের বিষয়ে জড়িয়ে রাখার চেষ্টা করেন।
আর এখনতো টলিউডে তাবড় তাবড় অভিনেত্রী। আর তাঁদের তেমনই নিজেদের একটা গোটা জগৎ। এই তালিকায় একদম প্রথম দিকে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

তাঁকে সব রঙেই ভালো লাগে। কিন্তু লাল রঙে যেন একটু বেশিই ভালো লাগে। আবারও ধরা দিলেন লালে। আর ব্যাস ছবি ছাড়তেই ঘায়েল তাঁর অনুরাগীরা।

ছবিতে তাঁকে স্ট্র্যাপ স্লিপের লালের ওপর গোল্ডেন স্ট্রাইপ দেওয়া চুড়িদার ও গলায় লাল ওড়না জড়িয়ে দেখা যাচ্ছে। কিন্তু ওড়না যেন শুধু স্টাইলের জন্য। চুড়িদারের কুর্তিটি ডিপ ভি নেক হওয়ায় ক্লিভেজ একদম স্পষ্ট।






‘একই লোকের সঙ্গে দশ বছর সংসার, সুস্থ মানুষ পারে নাকি!’ ‘এতদিন একই স্বামী অসম্ভব, পাগলামির লক্ষণ!’ বিবাহিত জীবন নিয়ে বন্ধু সৌমিলিকে মজার খোঁচা গায়িকা ইমন চক্রবর্তীর!