শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন ঘিরে ছিল তীব্র উন্মাদনা। লিয়োনেল মেসিকে এক নজর দেখার আশায় বহু মানুষ অনেক টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মাঠে মেসির উপস্থিতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে ক্ষুব্ধ দর্শকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ শুরু করেন। সেই প্রতিবাদের আঁচ গিয়ে লাগে কয়েকজন তারকার গায়েও, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
শুধু মাঠে উপস্থিত থাকার কারণেই শুভশ্রীকে নিয়ে শুরু হয় লাগাতার কটাক্ষ। নানা কটু মন্তব্যের পাশাপাশি বিষয়টি ক্রমশ ব্যক্তিগত আক্রমণের রূপ নেয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, নায়িকার পরিবার এবং সন্তানদেরও এই আক্রমণ থেকে রেহাই মেলেনি বলে অভিযোগ ওঠে। এই অবাঞ্ছিত আক্রমণে মানসিকভাবে বিপর্যস্ত শুভশ্রী নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন, আর তখনই তাঁর পাশে দাঁড়িয়ে মুখ খুলতে বাধ্য হন স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুভশ্রীর পাশে জোরালোভাবে দাঁড়ালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনা প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, শুভশ্রী একজন শিল্পী এবং তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি যুবভারতীতে গিয়েছিলেন। তিনি নিজের থেকে সেখানে গিয়ে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। তবু তাঁকেই এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে, যা একেবারেই অন্যায় এবং অযৌক্তিক।
রচনা আরও বলেন, এই ঘটনায় শুভশ্রীকে কার্যত বলির পাঁঠা বানানো হচ্ছে। তাঁর প্রশ্ন, একজন শিল্পীর সেখানে উপস্থিত থাকা ছাড়া আর কী ভূমিকা থাকতে পারে। আয়োজনে যদি কোনও গাফিলতি থেকে থাকে, তার দায় শিল্পীর নয়। অথচ মানুষের রাগ গিয়ে পড়ছে এমন একজনের উপর, যাঁর হাতে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ছিল না। এই মানসিকতা সমাজের জন্য উদ্বেগজনক বলেও মত প্রকাশ করেন তিনি।
আরও পড়ুনঃ “একটু নাম-ধাম হলেই লোকে সব ভুলে যায়, লোভে না পড়ে ব্যালান্সেই জীবন সুন্দর!”—অকপট রঞ্জিত মল্লিক! তারকাখ্যাতির দৌড়ে এই মানসিকতাই কি তাঁকে টলিউডে বাকিদের থেকে আলাদা করে রাখে?
মেসিকে দেখার ব্যক্তিগত ইচ্ছা প্রসঙ্গে রচনা জানান, কাতার বিশ্বকাপে তিনি মেসির খেলা স্বচক্ষে দেখেছেন, তাই আলাদা কোনও আক্ষেপ তাঁর নেই। তবে যাঁরা জীবনে প্রথমবার মেসিকে সামনে থেকে দেখবেন বলে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় তিনি আন্তরিকভাবে দুঃখিত। সাধারণ মানুষের হতাশা তিনি বুঝতে পারছেন বলেই এই ঘটনায় তাঁর মন খারাপ হয়েছে বলে জানান সাংসদ অভিনেত্রী।






