আর গল্পের প্লট পাওয়া যাচ্ছে না,তাই দেবের টনিক থেকে গল্প ‘টুকে’ দিল মিঠাই, পাহাড়ে গেল মিঠাই-দাদু- নাতি!
আজকে থেকে বেশ কিছু সপ্তাহ আগেও মিঠাই টিআরপি রেটিং তালিকায় দুর্দান্ত ফলাফল করছিল। কিন্তু যত দিন যাচ্ছে তত মিঠাই এর মান পড়তে থেকেছে। মিঠাই এর একঘেয়েমি আর কিছুতেই নিতে পারছেন না দর্শকরা। মিঠাইয়ের এক স্বপ্ন দেখা সিডকে নিয়ে, এ যেন আর মেনে নিতে পারছেন না দর্শকরা। টিআরপি রেটিং তালিকাতেও মিঠাই এর স্থান অনেক পড়ে গেছে।
বর্তমানে ভালো ফল করার জন্য মিঠাই গেছে পাহাড়ে। মিরিকে হচ্ছে মিঠাই এর শুটিং। প্রথমে দাদু ঠাম্মি, মিঠাই উচ্ছে বাবু গেছে পাহাড়ে হানিমুনে। তারপরে হল্লা পার্টি যোগ দেবে তাদের সঙ্গে। যদিও পাহাড়ে গিয়েও মিঠাই ভুলভাল স্বপ্ন দেখছে যে তাকে সিদ্ধার্থ প্রোপোজ করবে। আর এখানেই দর্শকরা অত্যন্ত রেগে গিয়েছেন।
প্রোমোর কমেন্ট বক্সে অধিকাংশ মানুষই লিখছেন যদি ভালো স্টোরি দেখাতে পারেন তবে দেখান নাহলে সিরিয়াল বন্ধ করে দিন। তবে এইবার মিঠাই এর বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। কয়েকজন নেটিজেন অভিযোগ করেছেন যে মিঠাইতে বর্তমানে যে পাহাড়ে এপিসোড দেখা হচ্ছে তা দেবের টনিক সিনেমা থেকে জাস্ট টুকে দেওয়া হয়েছে!
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া যেমন দেবের সঙ্গে পাহাড়ে তাদের বিবাহবার্ষিকী উদযাপন করতে গেছিল, সেরকম নাকি দাদু আর ঠাম্মিও পাহাড়ে হানিমুন করতে গেছে। এমন অনেক দৃশ্য আছে যেগুলো দেখলে মনে হবে টনিক থেকেই নেওয়া হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তাই অনেকেই বলছেন যে গল্পের প্লট হারিয়ে গেছে সিরিয়াল নির্মাতাদের। নতুন কিছুই তাদের মাথায় আসছে না।সেইজন্যে বাধ্য হয়ে সিনেমা থেকে তাদের গল্প চুরি করতে হচ্ছে সিরিয়ালের টুইস্টা আনার জন্য। যদিও এত কিছু করেও কোনও লাভ হচ্ছে না মিঠাই এর।