নতুন নারীতে মজে স্বামী! প্রায় দেড় বছর ভারতে না আসেন না মিথিলা! আদৌ কী সৃজিতের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর? ভারতে না আসার কারণ জানালেন অভিনেত্রী

বিগত কয়েক মাস ধরেই তোলপাড় চলছে টলিউড ও বাংলাদেশের বিনোদন জগতে। সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী মিথিলার দীর্ঘদিনের দূরত্ব নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কলকাতায় দেড় বছর যাবৎ আসছেন না মিথিলা, আর ঠিক তখনই চোখে পড়েছে পরিচালক সৃজিতের নতুন বন্ধুত্ব বা সম্পর্কের কথাও। এই জটিল পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন মিথিলা নিজেই।

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মিথিলা জানান, “যারা বলছেন তারাই জানেন কেন বলছেন। আমার পাসপোর্টে এখনও স্বামীর নাম হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ই লেখা আছে।” তাঁর কথায় স্পষ্ট, এখনও দাম্পত্য সম্পর্ক রয়েছে, তবে দীর্ঘদিন দেখা না হওয়ার কারণ সম্পূর্ণ ভিসার জট। মিথিলার মতে, তাঁর ভিসা নেই, তাই কলকাতায় আসা সম্ভব হচ্ছে না। একই সমস্যায় সৃজিতও পড়েছেন।

এর মধ্যেই নিন্দুকদের দাবি, সৃজিতের নতুন ঘনিষ্ঠতা অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। যদিও সৃজিত সুস্মিতাকে শুধু বান্ধবী হিসেবে পরিচয় দেন, তবু সিনেমার প্রিমিয়ার থেকে পুজোর আড্ডা—প্রায় সব জায়গায় তাঁদের একসঙ্গে উপস্থিতি চোখে পড়েছে। এরই প্রেক্ষিতে গুঞ্জন চলছে, পরিচালক হয়তো নতুন প্রেমে পড়েছেন।

মিথিলার ইতিমধ্যেই কলকাতার জীবন থেকে কিছুটা দূরে চলে গেছেন এবং মেয়েকে ফের বাংলাদেশের স্কুলে ভর্তি করেছেন। নিজেকে সময় দেওয়া এবং পরিবারকে কেন্দ্র করেই বর্তমানে কাটাচ্ছেন। এ কারণে নেটিজেনদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে, দাম্পত্য সম্পর্কে সত্যিই কী পরিবর্তন ঘটেছে—এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ দুই সন্তানের মা হয়ে গিয়েও এখন‌ও বাবার কাছে বকা খান কোয়েল মল্লিক! বকা খেয়ে কি করেন অভিনেত্রী?

তবে মিথিলার সরাসরি মন্তব্যে বোঝা যায়, সম্পর্ক এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তবে ভিসা জট, দূরত্ব এবং সৃজিতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকায় পরিস্থিতি বিশেষভাবে চরম নাটকীয়তা তৈরি করেছে। ভক্তরা এখন কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন, পরবর্তী পদক্ষেপে এই দম্পতি আবার কি একসাথে দেখা দেবেন, নাকি সম্পর্কের রূপ আরও পরিবর্তিত হবে।