সৌমেনের কুকীর্তির পর্দা ফাঁস! মাথায় আকাশ ভেঙে পড়লো স্ত্রী রুষার, জমজমাট পর্ব মন-ফাগুনে!

বর্তমান সময়ে বিনোদনের অন্যতম অংশ হয়ে উঠেছে বাংলা ধারাবাহিকগুলি। ব্যস্ত কাজের শেষে সামান্য অবসরে পছন্দের টিভি সিরিয়াল দেখেই মনের ক্লান্তি দুর করেন অনেকেই। এর মধ্যেই দর্শকমহলে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে স্টার জলসার মেগা সিরিয়াল ‘মন ফাগুন’।

ঋষি-পিহুর মিষ্টি প্রেমের গল্প পছন্দ করে ফেলেছে দর্শকরা। নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে পরিস্থিতির চাপে বিয়ে করে তারা। অন্যদিকে, রুষা বলে পরিচিত ঋষির দিদি আসলে ছোটো বেলায় হারিয়ে যাওয়া পিহুরই দিদি। কিছুদিন আগেই সেই সত্যি কথাটা রুষার সামনে আনার চেষ্টা করে পিহু। এসবের মধ্যেই সিরিয়ালে আবার নতুন টুইস্ট। একেবারে কোমর বেঁধে পিহুও নেমে পড়েছে রুষার বর সৌমেনের মুখোশ টেনে খুলতে। এদিকে ভালো মানুষের মুখোশ পরে থাকা রুষার বর সৌমেন আসলে একজন খারাপ মানুষ। রুষার আগেও তার এক বিয়ে করা বৌ আর ছেলে রয়েছে। সেটা আবার জানে না রুষা। তার পরেও শুধুমাত্র সেন বাড়ির বিরাট সম্পত্তি হাতানোর উদ্দেশ্যে ভালোবাসার নাটক করে বিয়ে করে সে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এদিকে টাকার লোভে সে নিজের প্রথম বিবাহিত স্ত্রী শালিনী আর ছেলেকে খুন করতেও দ্বিধা বোধ করেনি। এই সত্যি একেবারে প্রমাণ সহ বিবাহবার্ষিকীর দিনেই রুষার সামনে আনে তার বোন পিহু। এমনই একটি ভিডিও এবার ভাইরাল। তাতে দেখা যায় সৌমেন নিজের মুখে রুষাকে খুন করতে চাওয়ার কথা স্বীকার করে। স্বামীর থেকে এমন কথা জানতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে রুষার।

You cannot copy content of this page