শনিবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন নচিকেতা চক্রবর্তী। পর পর একাধিক অনুষ্ঠানে গান করার চাপেই শরীর বেশ কাহিল হয়ে পড়েছিল বলে জানা গেছে। রাত দু’টো নাগাদ বুকে তীব্র অস্বস্তি অনুভব করলে তাঁকে তড়িঘড়ি বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা জানিয়ে দেন, তাঁর হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে এবং দ্রুত অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে বুকে দু’টি স্টেন্ট বসানো হয়।
চিকিৎসকদের বক্তব্য, আপাতত গায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও নচিকেতার ঘনিষ্ঠরা জানিয়েছেন, তাঁর আগে কখনও হৃদ্রোগের ইতিহাস ছিল না। তিনি দীর্ঘদিন ধরেই খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রিত অভ্যেস বজায় রাখতেন। তবুও টানা কয়েকদিন ধরে একের পর এক অনুষ্ঠান করার ফলে শরীরে অতিরিক্ত চাপ পড়ে। সেই ধকলই অসুস্থতার অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকেরা।
রবিবার নচিকেতার আসানসোলে একটি অনুষ্ঠান থাকার কথা ছিল, কিন্তু স্বাস্থ্যের কারণেই তা বাতিল করতে হয়েছে। শুধু তাই নয়, আগামী কয়েক দিনের সব অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। তাঁর পরিবার এবং ঘনিষ্ঠজনেরা এখনও সংবাদমাধ্যমকে সরাসরি কিছু জানাতে চাননি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও তাঁকে কিছু দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ “বাঙালিরা জীবিত অবস্থায় সম্মান দেয় না, চলে গেলে বলে ‘আহ রে, কি দুর্দান্ত ছিল!'” কাজের স্বীকৃতি, মূল্যায়ন না পাওয়ার আক্ষেপ! বলিউডে প্রশংসা পেলেও নিজের ঘরে ‘উপেক্ষা’র যন্ত্রণা ভুলতে পারছেন না টোটা রায়চৌধুরী!
চলতি বছরের দুর্গাপুজোর একটি উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নচিকেতাকে দেখে তাঁর ওজন কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সময় গায়ককে নিয়মিত এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি। নচিকেতা নিজেও জানিয়েছিলেন, তিনি খুব একটা খাদ্যরসিক নন এবং অনেক সময় ইচ্ছা না থাকায় ঠিক মতো খেতেও পারেন না। মুখ্যমন্ত্রী তাঁকে বিশেষ করে কিউই এবং ব্লুবেরি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নচিকেতা ধীরে ধীরে সেরে উঠছেন। তাঁর ভক্ত এবং শুভানুধ্যায়ীরা দ্রুত আরোগ্য কামনা করছেন। শরীরের ধকল কাটিয়ে প্রিয় শিল্পী আবার আগের মতো গানে ফিরবেন—এই আশা সকলের।






