বর্তমানে টলিউডের একজন খুবই পরিচিত নাম হল জয় হাসান। অভিনেত্রীর বয়স বাড়ার সাথে সাথে জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে কিন্তু তাকে দেখলে তার বয়স আন্দাজ করার উপায় নেই। অসাধারণ সৌন্দর্যের অধিকারী এই অভিনেত্রী দুই বাংলাতেই সমানতালে জনপ্রিয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করে অসাধারণ অভিনয়ে এবং সৌন্দর্যে মুগ্ধ করেছেন দর্শকদের।
তবে তার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও দারুন জনপ্রিয়। নানা রকম ছবি এবং ভিডিও তাকে সোশ্যাল মিডিয়াতে দিতে দেখা যায়। আর সেখানে তার ভক্তরা তাকে সুন্দর সুন্দর মন্তব্যে ভরিয়ে দেয়। কিন্তু শুধু যে তার প্রশংসা হয় এমনটা নয় অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি বাজে মন্তব্যগুলি নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারে।’
View this post on Instagram
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তিনি একটি ছবি দিয়েছেন যার ফলে এই কনকনে ঠান্ডায় রীতিমতো উষ্ণতা ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। জয়াকে দেখা গেছে কমলা রঙের উলের টাউজার আর জ্যাকেট পরে, সেই সঙ্গে পড়েছেন কালো ব্রা’লেট। তার সাথে খোলা চুল, চোখ ফেরানো যাচ্ছে না তাকে দেখে। সেখানেই এক অনুরাগী কমেন্ট করেছেন, ‘আপনি এখনও কীভাবে এত আকর্ষণীয় বলুন তো, চোখ ফেরাতে পারি না আপনার থেকে।’ অন্যজনের কথায়, ‘আপনাকে কখনও বাজে দেখতে লাগে না কেন বলুন তো!’
টলিউডে তিনি ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কন্ঠ’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে দারুন ভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপরে অতনু ঘোষ পরিচালিত ‘বিনি সুতো’য় জুটি বেঁধেছিলেন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে সেখানেও সেরা অভিনেত্রী হিসেবে আনন্দলোক পুরস্কার পেয়েছেন।
View this post on Instagram
তবে এবার আরো কিছু ছবি তার ফেসবুক পেজে দেখা যাচ্ছে, যা এই শীতেও তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। কালো রঙের অফ সোল্ডার টপ সঙ্গে সিলভার কালারের স্কার্ট পরে ক্যামেরার সামনে আবেদনময়ী পোজ দিয়েছেন জয়া। চুলগুলোকে পেছনে খোপা করে বেঁধেছেন সঙ্গে কানে দুটো টপ, আর কোন গয়না নেই। ন্যু’ড মেকআপের সঙ্গে বোল্ড আই মেকআপ যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না অভিনেত্রীর ওপর থেকে। কালো অফ সোল্ডার টপ থেকে ব’ক্ষ বিভাজিকার বেশ কিছুটা উন্মুক্ত। অভিনেত্রীর এই নয়া রূপে, নেটিজেনদের ঘুম কেড়ে নিয়েছে।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!