আজকালকার দিনে, বিনোদন জগতের (Entertainment world) দুনিয়ায় মানুষের মনোরঞ্জনের মাধ্যম বাড়ছে বই কমছে না। সিনেমা সিরিয়াল সকলের মনোরঞ্জনের জন্য ছিল বরাবরই, কিন্তু ইদানিংকালে ওয়েব সিরিজের রমরমাও চলছে বেশ। খানিক বলা যেতে পারে, বেশ টেক্কা দেবার মতন নিজেকে বলিষ্ঠ করে তুলেছে এই ওটিটি প্ল্যাটফর্ম। আবার, এই ওটিটি প্লাটফর্মে অভিনয় করতে দেখতে পাওয়া যায় বড় মাপের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ছোট পর্দার বিভিন্ন কলাকুশলীদেরও।
বর্তমানে, টলিউড মহলের ভিন্ন জুটির মধ্যে অন্যতম চর্চিত জুটি নীল-তৃণার জুটি। নীল-তৃণা তাঁদের ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় জীবন সবকিছু নিয়ে বড়োই খোলামেলা। এই অভিনেতা-অভিনেত্রীর জীবনে পড়াশোনা চলাকালীনই তাঁদের মধ্যে প্রেম হয় এবং পরবর্তীকালে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
অভিনেতা নীল স্টার জলসা পুরনো ধারাবাহিক ‘ঠিক যেন লাভ স্টোরি’-র মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। আবার, স্টার জলসারই ‘খোকাবাবু’ সিরিয়ালের মাধ্যমে অভিনেত্রী তৃণা দর্শকদের মনে জায়গা করে নেন। কিন্তু ইদানিংকালে, যেহেতু ওয়েব সিরিজের প্রভাব ভালোই পড়ছে বাংলার দর্শকদের মধ্যে তাই এই চর্চিত জুটিকে হয়তো দেখা যেতে পারে আগামী দিনের কোনো এক ওয়েব সিরিজে।
এই মুহূর্তেই ইতিমধ্যে জানা গিয়েছে যে, বাস্তব জীবনের এই জুটিকেই রিল জগতের জুটি হিসাবে দেখতে পাওয়া যাবে হইচইয়ের আগামী কোনো ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজের কোনো এক দৃশ্যের মাধ্যমে প্রকাশ্যেই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরলেন স্বয়ং টলিউডের ছোটপর্দার এই তারকা জুটি। যেহেতু, বাস্তবে এই জুটি এক দম্পতির রূপে জীবনযাপন করেন তাই অভিনয়ের পর্দায় কোনো অসুবিধা সৃষ্টি হয়নি বলে একাংশ নেটিজেনদের দাবি।
আরও পড়ুন: ‘সাফল্য এমনি আসেনা! এক নম্বর নায়িকা হতে গেলে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করতে হয়’, বড় মন্তব্য বর্ষীয়ান কল্যাণী মন্ডলের
এই অভিনেতা অভিনেত্রীদের দেখে অনেক সমালোচকদের দাবি, “অন্তরঙ্গ দৃশ্যে দুজন যেভাবে ঢলাঢলি করছিলো, মনে হয়েছিল তারা যেনো নিজের বাসায় স্বামী-স্ত্রীর কাজ করছে”। নেটিজেনরা আরও বলেন যে, “অন্যকেউ হলে হয়তো এতো ন্যাচারালভাবে সিন করতে পারবে না”। খোলামেলা দৃশ্য নজর কাড়তে চলেছেন বাস্তব জগতের এই তারকা জুটি।