অবলা নয়, স্টার জলসায় বৌমা অপুর শাশুড়ি হিসেবে অভিনয় করছেন উমার এই অভিনেত্রী!’আবার ফুলশয্যার খাট নষ্ট করবে রে’, হেসে কুটিপাটি নেটিজেনরা
সিরিয়াল নিয়ে স্টার জলসা এবং জি বাংলার সমানে টক্কর লেগে থাকে। এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ। স্টার জলসা কে টক্কর দেওয়ার জন্য জি বাংলা দুটো নতুন সিরিয়াল নিয়ে আসছে এই খবর আমরা আগেই পেয়েছি।একটা হল লালকুঠি এবং আরেকটা দিয়ে নিজস্ব প্রোডাকশন হাউজের একটি সিরিয়াল যেখানে নাম ভূমিকায় দেখা যাবে বিশ্বজিৎ ঘোষ এবং আরাত্রিকা মাইতি কে।
আর এবার স্টার জলসার খবরে আসা যাক,আমরা জানতে পেরেছি যে স্টার জলসারও দুটো নতুন সিরিয়াল আসছে এবং যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন দুই জি বাংলা কন্যা তিয়াসা রয় এবং সুস্মিতা দে।তিয়াসা রয় এর বিপরীতে কে কাজ করবে এখনও জানা যায়নি তবে আশা করা যাচ্ছে যে ক্রুশল আহুজা হয়তো তিয়াসার বিপরীতে কাজ করতে চলেছে।
অন্যদিকে সুস্মিতা দের সিরিয়ালের কাহিনী আমরা আগেই জেনে গিয়েছিলাম যে এই সিরিয়ালেও তিনি একজন ভালো শাশুড়ি পাবেন এবং তার শাশুড়ি কর্মক্ষেত্রে বৌমাকে বিদেশে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করবেন। সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন স্টার জলসার ফেলনা খ্যাত মণীশ অর্থাৎ দেবজ্যোতি রায়চৌধুরী।
এতদিন সকলের আগ্রহ ছিল যে সুস্মিতার শাশুড়ি হিসেবে কে সিরিয়ালে অভিনয় করেন তা জানার জন্য। তাদের সেই জিজ্ঞাসার এবার উত্তর পাওয়া গেল। টলিপাড়ার থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, নিবেদিতা মুখার্জি সুস্মিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে চলেছেন।
নিবেদিতা মুখার্জিকে আগে আমরা কৃষ্ণকলি সিরিয়ালে দেখেছি শ্যামার শাশুড়ি হিসেবে।তারপরে তাকে এখন আমরা দেখছি উমাতে শুকতারা দেবী হিসেবে যিনি আগে ভিলেন থাকলেও এখন ভাল হয়ে গেছেন।
জানা যাচ্ছে নিবেদিতা মুখার্জি এই শাশুড়ির রোল প্লে করবেন। আর সেটা জানার পরেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল।অনেকেই নিবেদিতা দেবীর অভির ফুলশয্যার খাট নষ্ট করা ছবি দিয়ে বলছেন যে এই শাশুড়ি সুস্মিতাকে ফুলশয্যা করতে দেবেন তো নতুন সিরিয়ালে? এখন তাকে আমরা পর্দায় কবে দেখতে পাবো সেটাই দেখার।